সিডনি: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহর প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী অ্যালান বর্ডার। তাঁর মতে, শুরুতে আইপিএল-এর পারফরম্যান্সের জন্য চোখে পড়লেও, পরবর্তীকালে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের জন্য সবার নজর কেড়ে নিয়েছেন এই ডানহাতি পেসার।


একটি অনুষ্ঠানে ১৯৮৭ সালে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক বর্ডার বলেছেন, ‘জসপ্রীত বুমরাহ আইপিএল থেকে যেভাবে উঠে এসেছে, সেটা অবিশ্বাস্য। আইপিএল থেকে শুরু করে ও বিশ্ব ক্রিকেটে ঝড় তুলে দিয়েছে। প্রথমদিকে অনেকের মনে হয়েছিল, অন্যরকম বোলিং অ্যাকশনের জন্য বুমরাহ প্রায়ই চোট পাবে। কিন্তু এই পেসার এখনও পর্যন্ত বড় কোনও চোট পায়নি। ও সবাইকে ভুল প্রমাণ করেছে।’

বুমরাহর প্রশংসা করে বর্ডার আরও বলেছেন, ‘ওর বোলিং অ্যাকশন প্রথাগত নয়। তা সত্ত্বেও ও দুর্দান্ত গতিতে বোলিং করে। ও অন্যদের চেয়ে আলাদা। এরকম একজন বোলারকে পেয়ে ভারতীয় দল উপকৃত হয়েছে। ও নিজের পরিচিত গড়ে তুলেছে। ওর জন্য ভারত গর্ব করতেই পারে।’

বর্ডার যখন খেলতেন, তখন ভারতীয় দলে কপিল দেব ছাড়া আর সেরকম ভালমানের কোনও পেসার ছিলেন না। তখন ভারতীয় দলে স্পিনারদেরই দাপট ছিল। কিন্তু এখন একাধিক সত্যিকারের ফাস্ট বোলার আছে ভারতীয় দলে। বুমরাহ ছাড়াও মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মারা আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাচ্ছেন।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ভারতীয় দলে সত্যিই কয়েকজন ফাস্ট বোলার দরকার ছিল। ভারতীয় দল যখনই বিদেশ সফরে যেত, তখন তাদের ঘাসের পিচ, পেস-সহায়ক উইকেট উপহার দেওয়া হত। তাই অনেকদিন আগেই তিন বা চার স্পিনার খেলানোর যৌক্তিকতা শেষ হয়ে গিয়েছে। এখন ভারতীয় দলেও একাধিক ভালমানের পেসার থাকায় বিপক্ষ দল এই বিভাগে বাড়তি সুবিধা নিতে পারছে না। ভারতীয় দলও সমান লড়াই করছে।’

বুমরাহর প্রশংসা করে বর্ডার আরও বলেছেন, ‘বুমরাহ অত্যন্ত আকর্ষণীয় বোলার। ও যেভাবে ছুটে এসে হাত থেকে বল ছাড়ে, সেটা অসাধারণ। ও ঘণ্টায় ১৪০ কিমির বেশি গতিতে বোলিং করে।’

এখনও পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলে ৬৮ উইকেট নিয়েছেন। গড় ২০.৩৩। সীমিত ওভারের পাশাপাশি টেস্টেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই ডানহাতি পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও তিনিই ভারতীয় দলের বোলিং বিভাগের অন্যতম ভরসা। সম্প্রতি বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন বুমরাহ। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৫৫ রানে অপরাজিত থাকেন।