মুম্বই : মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিনেমাহল চালু হওয়ার দিন ঘোষণা হওয়ার পরই বলিউডের একাদিক ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন একাধিক পরিচালক, প্রযোজন, অভিনেতারা। মুক্তি পাচ্ছে অজয় দেবগন, রণবীর সিংহ, শাহিদ কপূর, রানি মুখোপাধ্যায়, সেফ আলি খান, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের ছবি। তাহলে এই ছবি মুক্তির তালিকা থেকে কেনই বা বাদ যাবেন বলিউডের বাদশা এবং বলিউডের ভাইজান? ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) সম্প্রতি টুইট করে জানিয়েছেন যে কবে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের 'পাঠান' (Pathan) এবং সলমন খানের 'টাইগার থ্রি' (Tiger 3)।
আরও পড়ুন - Heropanti 2 Release Date: অজয় দেবগনের 'মে ডে'-র সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের 'হিরোপন্থী টু'
'টাইগার' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'টাইগার থ্রি' আসতে চলেছে খুব শীঘ্রই। যেখানে অভিনেতা সলমন খানের (Salman Khan) বিপরীতে থাকছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। শোনা যাচ্ছে সলমন খানের 'টাইগার থ্রি'-তে থাকতে চলেছেন আর এক বলিউড অভিনেতা ইমরান হাশমিও। যদিও অভিনেতার পক্ষ থেকে কিংবা ছবি নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত ইমরান হাশমির এই ছবিতে থাকা নিয়ে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। পরিচালক কবীর খানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'টাইগার থ্রি'-র শ্যুটিং পুরোদমে চলছে তুরস্কে। সলমন খান এবং ক্যাটরিনা কাইফ ইতিমধ্যেই সেখানে ছবির শ্যুটিং করছেন।
২০১৮-তে পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি 'জিরো'-তে শেষবার রুপোলি পর্দায়ে দেখা পাওয়া গিয়েছিল বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan)। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। জানা গিয়েছে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে 'পাঠান' ছবি দিয়ে কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান।
আরও পড়ুন - John Abraham Upcoming Film: কবে মুক্তি পাবে জন আব্রাহামের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'?
বলিউডের ছবিমুক্তির দিন ঘোষণায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন যে, আগামী বছর শেষের দিকেই সম্ভাবত আসতে চলেছে বলিউডের দুই মহাতারকার আগামী ছবি। সলমন খানের 'টাইগার থ্রি' এবং শাহরুখ খানের 'পাঠান'. দুটি ছবিই মুক্তি পাবে ২০২২-র জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে।