কলকাতা: সলমন খানের (Salman Khan) নতুন ছবি 'কিসি কা ভাই, কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)-এর হাত ধরে বলিউডে পা রাখছেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। নতুন কাজ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। কিন্তু এখনও যেন তিনি ভুলতে পারেননি প্রেমিক সিদ্ধার্থ শুক্ল (Siddharth Sukla)-র মৃত্যু যেন এখনও ভুলতে পারেননি তিনি। ভুলতে পারেনি অনুরাগীরাও। এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ 'সিডনাজ' (Sidnaz)। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ সলমন খান। 


বিগ বসের ঘর থেকেই সিদ্ধার্থ ও শেহনাজের প্রেমের শুরু। সেই ঘর থেকেই বেশ জনপ্রিয় ছিল সিদ্ধার্থ ও শেহনাজের জুটি। বিগ বসের ঘরে প্রেম ভাঙে, গড়ে। কিন্তু নিজেদের সম্পর্ককে সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছিলেন তাঁরা। বিগ বসের ঘর ছাড়ার পরেও তাঁদের সম্পর্ক ছিল। কিন্তু সিদ্ধার্থের হঠাৎ মৃত্যু বদলে দেয় সবটা। শেহনাজ সেই শোক সামলে উঠতে বেশ সময় নিয়েছিলেন। কিন্তু সময়ের মতো ওষুধ বোধ হয় আর কিছুই হয় না। ধীরে ধীরে কাজে ফেরেন শেহনাজ। 


কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনও কথা হয় সিদ্ধার্থ ও শেহনাজের প্রেম নিয়ে। শেহনাজের দিকে ধেয়ে আসে বিভিন্ন প্রশ্নও। আর এবার এই বিষয়ে মুখ খুললেন সলমন খান। অভিনেতা বলেন, 'সিদ্ধার্থও নিশ্চয়ই চাইবেন শেহনাজ তাঁর শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরুক। কিছুদিন আগে পর্যন্তও শেহনাজকে সবাই সিডনাজ বলে ডাকতেন। এখন সিদ্ধার্থ আর এই পৃথিবীতে নেই। কিন্তু ও সেখানেই থাকুক, ও নিশ্চয়ই চাইবে শেহনাজের জীবনে কেউ আসুক। শেহনাজেরও বিয়ে হোক, ও সংসার করুক। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এখনও সবাই সিডনাজ সিডনাজ বলে চলেছে। ও কি সারা জীবন অবিবাহিতই থাকবে? এটা একটা ছোঁয়াচে রোগের মতো হয়ে গিয়েছে। শেহনাজের উচিত নিজের মনের কথা শোনা কেবল।'


সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমনের সঙ্গে কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন শেহনাজ। একটি সাক্ষাৎকারে শেহনাজ বলেছিলেন, 'কেরিয়ারের একেবারে প্রথমে একটি মিউজিক ভিডিওর অডিশন দিয়ে আমি বাতিল হয়েছিলাম। আমি ভীষণ কাঁদছিলাম। সেইসময়ে আমার মা সান্তনা দিয়ে আমায় বলেছিলেন, নিজের ওপর বিশ্বাস রাখতে। সেইসময় মা বলেছিলেন। একদিন না একদিন আমি সিনেমায় কাজ করব। তাও সলমন খানের সঙ্গে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, খোদ সলমন খান আমায় সেই সুযোগটা নিজে থেকে দিলেন। আমার স্বপ্নপূরণ হল আর মায়ের সেই ভবিষ্যৎবাণী।'


আরও পড়ুন: Bengali Web Series: মধুমিতা কি 'জাতিস্মর'? ২১ এপ্রিল আসছে নতুন ওয়েব সিরিজ