বেঙ্গালুরু: দিন কয়েক আগের ঘটনা। চেন্নাই সুপার কিংসের (RCB vs CSK) কোচ স্টিফেন ফ্লেমিংকে দলের চোট আঘাত নিয়ে প্রশ্ন করা হয়েছিল। হেসে উড়িয়ে দিয়েছিলেন ফ্লেমিং। মজা করে সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন, আপনাদের হাতে কি বাড়তি আধ ঘণ্টা সময় আছে?


যদিও চোট আঘাতই সিএসকে-র সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পরের ৬ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচই খেলতে হবে বাইরের মাঠে। যে ম্যাচগুলিতে জোরে বোলিং বিভাগ সাজানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফ্লেমিংয়ের।


চোটের তালিকায় কারা?


দীপক চাহার। সিসান্দা মাগালা। সিমরজিৎ সিংহ। বেন স্টোকস। তার ওপর সদ্য করোনামুক্ত হয়েছেন মাথিশা পাথিরানা। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্যত বাধ্য হয়ে তাঁকে মাঠে নামাতে হয়েছিল সিএসকে শিবিরকে।


চোট রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরেও। সোমবার ঘরের মাঠে সিএসকে-র বিরুদ্ধে খেলবে আরসিবি। তবে প্রতিপক্ষের তুলনায় অনেক ভাল জায়গায় রয়েছে তারা। বিশেষ করে বোলিং বিভাগে। দুরন্ত ছন্দে মহম্মদ সিরাজ। ছন্দ ফিরে পেয়েছেন হর্ষল পটেলও। স্থানীয় পেসার বিজয়কুমার বিশাক প্রথম ম্যাচেই নজর কেড়ে নিয়েছেন। নেট বোলার থেকে তাঁর প্রথম একাদশে অন্তর্ভুক্তির কাহিনি সিনেমার চিত্রনাট্যের মতো। বল হাতে গ্লেন ম্যাক্সওয়েলকে এই আইপিএলে মাত্র ১ ওভার দেখা গিয়েছে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনিও। বাঁহাতি সমৃদ্ধ সিএসকে ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে অফস্পিনার ম্যাক্সওয়েলের ভূমিকা তাৎপর্যপূর্ণ হতে পারে।


দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৭৪ রানের পুঁজি নিয়ে কামাল করেছিলেন আরসিবি বোলাররা। জশ হ্যাজলউড আরসিবি শিবিরে যোগ দিলেও তিনি ফিট নন। আইপিএল দলের সঙ্গে থেকেই রিহ্যাব করবেন তিনি।


চেন্নাই আহত মাগালার বিরুদ্ধে খেলাতে পারে পাথিরানাকে। নেটে বল করা শুরু করেছেন স্টোকস। তাঁর পায়ের আঙুলে সামান্য চোট রয়েছে। তবে সোমবার স্টোকসের খেলার সম্ভাবনাও কম। সবচেয়ে বড় কথা, হাঁটুতে চোট রয়েছে মহেন্দ্র সিংহ ধোনিরও। যদিও সিএসকে-র ব্যাটিং কোচ মাইক হাসি বলেছেন, ব্যথা কম থাকলে খেলবেন ধোনি। প্রথমে ফিল্ডিং করলে আকাশ সিংহকে প্রথম একাদশে রাখতে পারে সিএসকে। পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে অম্বাতি রায়ডুকে।


সিএসকে শিবিরকে ভরসা দেবে সিরাজের বিরুদ্ধে ধোনবির রেকর্ড। এখনও পর্যন্ত আইপিএলে সিরাজের ২৮ বল খেলেছেন ধোনি। করেছেন ৫১ রান। একবারও আউট হননি। 


তবে ধোনিদের চিন্তা থাকবে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড়ের রেকর্ড। আরসিবি শিবিরের ওয়েন পার্নেল বা ডেভিড উইলি কাঁটা হতে পারেন। রুতুরাজ ২০২০ সালের আইপিএল থেকে ১৯ ইনিংসের মধ্যে ১১বার বাঁহাতি পেসারদের বলে আউট হয়েছেন।


তবে সবার নজর থাকবে একটি দ্বৈরথের দিকে। ধোনি বনাম বিরাট কোহলি। নিজের দিনে দুজনই ম্যাচ উইনার। সোমবারের চিন্নাস্বামীতে কার ব্যাট কথা বলে, দেখার অপেক্ষায় ভক্তরা।