মুম্বই: তিনি রুপোলি পর্দায় একা হাতে ঘায়েল করেন তিনি। কিন্তু পর্দার বাইরে তিনি কখনও মজার মানুষ, কখনও আবার ছোটদের প্রিয় খেলার সঙ্গী। আবু ধাবির 'আইফা অ্যাওয়ার্ড' থেকে ভাইরাল হল এমনই এক মিষ্টি ভিডিও। এক ঝলকে দেখে সেখানে চেনা দায় সলমন খান (Salman Khan)-কে। বোন অর্পিতার ছেলে-মেয়েকে নিয়ে হোটেলের লবিতে খেলায় মন সলমন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সলমনের একটি ভিডিও। ভিডিওটি আবু ধাবির পাঁচতারা হোটেলের একটি লবির। সেখানে ক্যামেরাবন্দি হয়েছেন সলমন। তাঁকে দেখা যাচ্ছে, একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছেন তিনি। হোটেলে লাগেজ নিয়ে যাওয়ার সেই ট্রলিতে সওয়ার হয়েছে খুদে আহিল ও আয়াত। অর্পিতার দুই সন্তান। 'মামা' সলমন মেতেছেন দুই খুদের সঙ্গে খেলায়।
তবে সলমন যে শিশুদের বিশেষ স্নেহ করেন, সেই প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। সদ্য বিমানবন্দরে এমনই এক নজির রেখেছিলেন তিনি। নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে যাচ্ছিলেন সলমন। আর হঠাৎ তাঁর কাছে আসতে চায় এক খুদে। নিরাপত্তারক্ষীদের হাত এড়িয়ে ছুট্টে পৌঁছে যেতে চায় সলমনের কাছে। চোখে পড়ায় বাধা দেননি সলমনও। ছোট্ট অনুরাগীকে কাছে ডাকেন তিনি। তারপর তাকে জড়িয়ে ধরেন, তোলেন ছবিও। সলমনের এই ব্যবহার সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে।
সদ্য সোশ্যাল মিডিয়ায় সলমন জানিয়েছিলেন, ছবির শ্যুটিংয়ে গিয়ে তিনি আহত হয়েছেন। প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'-এর এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'টাইগার ৩' ছবিতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে দেখা যাবে কিং খান ও ভাইজানকে। এই দৃশ্যের জন্য অনেক পরিশ্রম করছেন স্বয়ং আদিত্য চোপড়াও। শোনা যাচ্ছে এই সিক্যোয়েন্সটা পর্দায় যাতে দুরন্ত দেখতে লাগে তার জন্য সেট তৈরিতে প্রায় ৩৫ কোটি টাকা খরচ করেছেন তিনি।
আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?
আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'