মুম্বই: সদ্যই বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন সানি দেওল (Sunny Deol) পুত্র কর্ণ দেওল ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দৃশা আচার্য্য (Drisha Acharya)। আর হাই প্রোফাইল এই বিয়ে উপলক্ষ্যেই চাঁদের হাট বসেছিল মায়ানগরীতে। হাজির হয়েছিলেন বলিউডের বহু চেনা মুখ, প্রথম সারির তারকারা। তবে সেই পার্টিতে সলমন খান (Salman Khan) আসতেই তাঁকে নিয়ে শুরু হল জল্পনা।
তাঁর পোশাক বা আচরণ নয়, ক্যামেরার চোখ এড়াল না তাঁর ক্লান্তি! সলমন এদিন পার্টিতে হাজির হয়েছিলেন গাঢ় নীল স্যুট-ব্লেজারে। তবে তাঁর চোখের ফোলাভাব, চোখের তলায় কালি নজর এড়াল না কারোরই। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছেন 'ভাইজান'-এর স্বাস্থ্য নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন, 'সলমন কী অসুস্থ?', অনেকে আবার লিখেছেন, 'ওঁর কি রাতে ঘুম হয়নি'। অনেকে আবার লিখেছেন, 'রাতে পান করা কি বেশি হয়ে গিয়েছিল?'
তবে অনেকের মতে, সদ্য বিগ বসের কাজ শুরু করেছেন সলমন। এই শো-এর হাত ধরেই তিনি কাজ করা শুরু করলেন ওটিটিতে। আর সেই বিগ বসের নিয়মিত শ্যুটিংয়ের জন্যই সম্ভবত চাপ যাচ্ছে সলমনের ওপর। সম্ভবত সেই কারণেই তার চেহারার এই পরিবর্তন। তবে সলমন এদিন অনুষ্ঠানে কেবল হাজির যে ছিলেন তাই নয়, সবার সঙ্গে হাসি-গল্পও করেন।
সঙ্গীত ও যাবতীয় রীতিনীতি মেনেই দীর্ঘদিনের বান্ধবী দৃশাকে বিয়ে করেছেন কর্ণ। অন্যদিকে, দৃশার সঙ্গেও যোগ রয়েছে রুপোলি পর্দার। পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী তিনি। বিয়ের দিনের জন্য একটি অফ হোয়াইটের ওপর সোনালি জরি ও সুতোর কাজ করা শেরওয়ানি বেছেছিলেন কর্ণ। অন্যদিকে নববধূ দৃশা পরেছিলেন সাবেকি লাল লেহঙ্গা। হাতের হালকা ডিজাইনের মেহেন্দির সঙ্গে গলা ভরা চোকার পরেছিলেন তিনি। কপালে ছিল ভারি টিকলি। কানে মানানসই দুল ও হাতের চূড়ায় অপূর্ব দেখাচ্ছিল দৃশাকে। সোশ্যাল মিডিয়ায় বিবাহের ছবি শেয়ার করে নিয়েছেন তিনিও।
নব বর-বধূর ছবি প্রকাশ্যে আসার আগেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল বাবা সানি দেওল, দাদু ধর্মেন্দ্র, ঠাকুমা প্রকাশ কৌর, কাকা ববি দেওল ও অভয় দেওলের ছবি ও ভিডিও। নাতির বিয়েতে বারাতে হাঁটতে দেখা গেল ধর্মেন্দ্রকে। আসর জমিয়ে দিলেন তিনি। বারাতে নাচ করতে দেখা গেল কর্ণকেও।
আরও পড়ুন: Castor Oil: চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?