ট্যুইটারে জাহিরের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন সলমন। অন্য একটি ট্যুইটে জাহিরের এখনকার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। যা-ই হোক না কেন, সবসময় নিজের সেরাটা দেবে জাহির। নিজের উচ্চতা বজায় রাখবে তবে যাদের তুমি ভালবাসো এবং যারা তোমায় ভালবাসে তাদের জন্য ঝুঁকতেই হবে। মনে রাখবে, সম্মান ও আনুগত্যই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
সলমনের ঘনিষ্ঠ সূত্রে খবর, জাহিরের বিপরীতে যে অভিনেত্রী এই ছবিতে থাকবেন, তাঁরও বলিউডে অভিষেক হবে। তবে সেই অভিনেত্রী কে হবেন, সেটা এখনও ঠিক হয়নি। এই ছবির শ্যুটিং হবে কাশ্মীরে। সলমনের হাত ধরে বলিউডে পা রাখা সোনাক্ষী সিনহা, অর্জুন কপূর, সূরজ পাঞ্চোলিরা এখন জাহিরকে অভিনয়ের বিভিন্ন দিক শেখাচ্ছেন।