নয়াদিল্লি: গত শনিবার একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন বলিউড অভিনেতা সলমন খান। উপলক্ষ্য হোন অর্পিতা খানের বিবাহবার্ষিকী। ওই দিন সলমনের মা সালমা ও বাবা সেলিম খানেরও বিবাহবার্ষিকী। সলমনের ওই পার্টিতে এসেছিলেন তারকারা। পার্টিতে গানও গাইলেন ‘দবাং’ খান। সেই গানটির ভিডিও সলমন খান ফ্যান পেজে পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে গিয়েছে। ‘জব কোই বাত বিগড় যায়ে’ গানটি গেয়েছেন সলমন। পার্টিতে ছিলেন ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় সলমনের সহ অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে।