“জগ ঘুমিয়া” গানে আবার বলিউড কাঁপাতে চলেছেন সলমন খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2016 07:43 AM (IST)
মুম্বই: তিনি বলিউডের এক খান, গানও গান। সিনেমার ডায়লগের বাইরে সলমন খানের গানের জগতে হাতেখড়ি "কিক সিনেমায় “হ্যাংওভার” গানের হাত ধরে, এরপর “হিরো”। এবার তিনি গান গাইছেন “সুলতান” সিনেমাতেও ।এই সিনেমায় তিনি এক কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন। পরিচালক আলি আব্বাস জফরের বহু প্রতীক্ষিত “সুলতান” সিনেমার শুটিংয়ের ফাঁকে ক্যারম খেলে সময় কাটালেন বলিউডের ভাইজান।