মুম্বই: বলিউড অভিনেতা সলমন খান কি আরও একবার প্রেমে ধাক্কা খেলেন? ইনস্টাগ্রামে রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুরের একটি পোস্ট ঘিরে সেই জল্পনাই শুরু হয়েছে। ওই পোস্টে এই অভিনেত্রী ও মডেল লেখেন, ‘অতীতে আমার হয়তো সবচেয়ে বড় ভুল ছিল, আমি বিশ্বাস করতাম, উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়াই ভালবাসা। কিন্তু বাস্তবে উপযুক্ত ব্যক্তি হয়ে ওঠাই ভালবাসা। যে ব্যক্তির সঙ্গে জীবন কাটাতে চাও, তাঁকে খুঁজো না। বরং সেই ব্যক্তি হয়ে ওঠো যার সঙ্গে তুমি জীবন কাটাতে চাও।’ সলমনের ভক্তরা এই পোস্ট দেখে বিভিন্ন মন্তব্য করতে থাকায় সেটি মুছে দেন ইউলিয়া।
বছর দুয়েক ধরেই সলমনের সঙ্গে ইউলিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা চলছে। ২০১৬ সালের ১৩ মে মুম্বইয়ে প্রীতি জিন্টার বিয়ের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল সলমন ও ইউলিয়াকে। যদিও তাঁরা আলাদা গাড়িতে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। এরপর বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। খান পরিবারের প্রায় সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে ইউলিয়াকে। তিনি সলমনের মা সলমা খানের সঙ্গে বিমানবন্দরে ও পানভেলে একটি খামারবাড়িতেও যান। কিন্তু সেই সম্পর্কেই সম্ভবত চিড় ধরেছে।
কয়েকদিন আগেই সলমনের অন্যতম প্রিয় বিগ বস প্রতিযোগী এলি আব্রাম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, ইউলিয়ার উপস্থিতিতেই এলিকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন সলমন। পরে অবশ্য সেই ছবি মুছে দেওয়া হয়। কিন্তু সেটি সলমনের ভক্তদের নজর এড়িয়ে যায়নি। এই ঘটনার পরেই ইউলিয়ার এই পোস্ট তাৎপর্যপূর্ণ।
সলমনের সঙ্গে সম্পর্কে ভাঙন? ইনস্টাগ্রামে ইউলিয়া ভান্তুরের পোস্ট ঘিরে জল্পনা
Web Desk, ABP Ananda
Updated at:
09 May 2018 05:36 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -