ফ্লোরিডা: মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতীয় দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি অভূতপূর্ব রেকর্ড গড়ে ফেললেন ভারতের টি-২০ ও একদিনের দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

 

ধোনির আগে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ছিল রিকি পন্টিংয়ের দখলে। তিনি ৩২৪টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন ধোনি। তিনি ৬০ টি টেস্ট, ১৯৪টি একদিনের আন্তর্জাতিক এবং এই ম্যাচটি ধরে ৭১টি টি-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।