আমিরের ‘মহাভারত’-এ শ্রীকৃষ্ণের চরিত্রে কোন বলি-অভিনেতাকে দেখা যাবে জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2018 04:22 PM (IST)
মুম্বই: রোম্যান্টিক হিরো, অ্যাঙ্গরি ইয়াং ম্যান বা ভোলা ভালা মাটির মানুষ থেকে এবার সোজা ভগবানের চরিত্রে সলমন খান? সূত্রের খবর, আমির খানের ‘মহাভারত’ ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে দেখা যাবে ভাইজান সলমন খানকে। জানা গিয়েছে, এই ট্রায়োলজিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন মুকেশ অম্বানি। তাঁর ছবির বাজেট হাজার কোটি। জুনেই পর্দায় আসছে সলমনের ‘রেস থ্রি’। ছবির ট্রেলর মুক্তি পেয়েছে মঙ্গলবার। মুক্তির সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছে ‘রেস থ্রি’-র ট্রেলর। তারমধ্যেই ফের আরও একটি বিগ বাজেট প্রজেক্টে নাম শোনা যাচ্ছে সলমনের। এছাড়াও এই ট্রায়োলজিতে আমিরের ইচ্ছে ধৃতরাষ্ট্রের চরিত্রে অভিনয় করুক অমিতাভ বচ্চন, এবং তিনি নিজে অর্জুনের ভূমিকায় অভিনয় করতে চান। সূত্রের দাবি, এই ছবির কাজ খুব শিগগিরই শুরু করতে চান আমির। সম্ভবত ‘ঠগস অফ হিন্দুস্তান’-এর পরই।