নয়াদিল্লি: ২৪ ঘণ্টাও কাটল না, জম্মু কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিকের আটকের ঘটনায় মুখ খুললেন মেহবুবা মুফতি। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, “গত ২৪ ঘণ্টায় একাধিক হুরিয়ত নেতা সহ জামাত কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এমন স্বৈরাচারী সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে তা বুঝে উঠতে পারছি না। কীসের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হল? আপনি কোনও ব্যক্তিকে কারাবন্দি করতে পারেন কিন্তু তার আদর্শকে নয়।”






প্রসঙ্গত, পুলওয়ামা নাশকতার ৯ দিন পর জম্মু-কাশ্মীর নিয়ে কোনও মন্তব্য করতে দেখা গেল মেহবুবা মুফতিকে। সেটাও হুরিয়ত ও জামাত কর্মীদের গ্রেফতারি নিয়ে। উল্লেখ্য, গত বুধবার ভূস্বর্গের ১৮ জন বিচ্ছিন্নতাবাদী নেতা ও ১৫৫ জন রাজনৈতিক নেতৃত্বের সরকারি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সরকারি নিরাপত্তাও তুলে নেওয়া হয়। যদিও  পাক-দরদি বিচ্ছিন্নতাবাদী নেতা সইদ আলি শাহ এবং ইয়াসিন মালিক অতীতে কোনও সময়ই সরকারি নিরাপত্তা নেননি। অন্যদিকে আরও দুই বিচ্ছিন্নতাবাদী নেতা সইদ-উল-ইসলাম ও নইম খান প্রায় বছর খানেক ধরে কারাবন্দি। এমন অবস্থায় নেতা ইয়াসিন মালিকের আটকের ঘটনায় নতুন করে জলঘোলা হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।


উল্লেখ্য, এই বিষয়ে সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। স্টেট চিফ সেক্রেটারি বিভিআর সুব্রহ্মণ্যমের নেতৃত্বাধীন কমিটি নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে ঠিক করে, বিচ্ছিনতাবাদীদের কোনও সরকারি নিরাপত্তা দেওয়া হবে না। তারা জানায়, বিচ্ছিনতাবাদীদের নিরাপত্তা দেওয়া ‘অপচয়’ ছাড়া আর কিছুই নয়। বরং তা অন্য আরও অনেক কাজে ব্যবহার করা যায়।