এবিপি আনন্দ ওয়েব ডেস্ক: কোচ রবি শাস্ত্রীর দেখানো পথেই হাঁটলেন অধিনায়ক বিরাট কোহলি। ১৬ জুন, ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে কিনা তার সিদ্ধান্ত নিক ভারত সরকার ও বোর্ড। দেশ যে পথে হাঁটতে চায়, সেই একই পথের পথিক হতে চান তাঁরাও, সাফ জানিয়ে দিলেন বিরাট কোহলি।





বিশ্বকাপের মঞ্চে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে কিনা, এই প্রশ্নে রবি শাস্ত্রী জানিয়েছিলেন, “ভারত সরকার ও বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে তাঁরা তা মাথা পেতে নেবেন।” এবার সেই একই কথা শোনা গেল বিরাট কোহলির মুখেও। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, “ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সরকার ও বোর্ড যে সিদ্ধান্তই নিক, তা তাঁরা মেনে নেবেন।” এদিনও পুলওয়ামায় জঙ্গি নাশকতার ঘটনায় নিহত জওয়ানদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানান বিরাট কোহলি। তিনি বলেন, “এই ঘটনায় আমরা স্তম্ভিত এবং একই সঙ্গে দুঃখিতও। আমাদের অবস্থান খুব স্পষ্ট। দেশ যে পথে হাঁটবে, যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের পথ হবে। দেশের মতামত-ই আমাদের মতামত ।”

প্রসঙ্গত, শুক্রবারই সিওএ তাদের বৈঠক শেষে জানিয়ে দেয় বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট করা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে দুটি বিষয়ের উপর বিশেষভাবে নজর দিতে বলবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিনোদ রাই জানিয়েছেন আইসিসি-র কাছে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আবেদন করা হবে। একই সঙ্গে সন্ত্রাসবাদী দেশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আবেদনও করবে বিসিসিআই।