আয় ২৫৩.২৫ কোটি টাকা, ২০১৮-য় ভারতের সবচেয়ে ধনী সেলেব্রিটি সলমন, এই নিয়ে টানা তৃতীয়বার, মেয়েদের মধ্যে প্রথম দীপিকা
Web Desk, ABP Ananda | 05 Dec 2018 01:23 PM (IST)
মুম্বই: টানা তৃতীয়বার ভারতের সবচেয়ে ধনী সেলেব্রিটির তকমা পেলেন সলমন খান। ফোর্বস ম্যাগাজিনের বিচারে ১০০ জন ভারতীয় সেলেব্রিটির তালিকায় ধনের বিচারে সবার ওপরে রয়ে গেলেন ৫২ বছর বয়সি সুপারস্টার। ২০১৭-র ১ অক্টোবর থেকে ২০১৮-র ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে সিনেমা, টিভির নানা শো ও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে তাঁর আয় হয়েছে ২৫৩.২৫ কোটি টাকা। ফোর্বস জানিয়েছে, তালিকায় ১১২.৮ কোটি টাকা আয়ের ফলে ভারতের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী মহিলা সেলেব্রিটি হয়েছেন পদ্মাবত-এর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তালিকায় তাঁর স্থান চারে। ২০১২ সালে এ ধরনের তালিকা তৈরি শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনও মহিলা প্রথম ৫-এ এলেন। আরেক নামী অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া গত বছরের সাত নম্বর স্থান খুইয়ে অনেক পিছনে পড়ে গিয়েছেন। ৬৮ কোটি টাকা থেকে তাঁর আয় ২০১৮-য় কমে এসেছে ১৮ কোটিতে। এখন তাঁর স্থান ৪৯। ২২৮.০৯ কোটি টাকা আয় করেছেন বিরাট কোহলি। সলমনের পরই তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। মূলত বিনোদন দুনিয়ার লোকজনই ফোর্বসের এই তালিকায় ওপরের সারিতে থাকেন। ভারতের ক্রিকেট অধিনায়ক প্রথম খেলার মাঠের লোক যিনি তাঁদের দাপটে ভাগ বসালেন। বিচার্য্য সময়সীমার মধ্যে নতুন কোনও ছবি রিলিজ করেনি। ফলে শাহরুখ খান দুনম্বর থেকে নেমে গিয়েছেন ১৩য়। এবছর তাঁর আয়ের পরিমাণ ৫৬ কোটি টাকা। কোহলির পর তালিকায় আছেন অক্ষয় কুমার। তিন নম্বরে দাঁড়িয়ে বলিউডের ‘খিলাড়ি’র আয় ১৮৫ কোটি টাকা। আমির খান আছেন ৬ নম্বরে। আয়ের পরিমাণ ৯৭.৫ কোটি টাকা। বিগ বি অমিতাভ বচ্চনের আয় ৯৬.১৭ কোটি টাকা। তিনি আছেন সাতে। রণবীর সিংহের স্থান আটে। আয়ের পরিমাণ ৮৪.৬৭ কোটি টাকা। অজয় দেবগণ দশম স্থান পেয়েছেন ৭৪.৫ কোটি টাকা আয়ে। মহেন্দ্র সিংহ ধোনি ও সচিন তেন্ডুলকর রয়েছেন যথাক্রমে পাঁচ ও ৯ নম্বরে। প্রথম জনের আয় হয়েছে ১০১.৭৭ কোটি টাকা। সচিনের ৮০ কোটি টাকা।