অ্যাডিলেড: আগামীকাল বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে প্রথম ১২ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করল ভারত। প্রায় ১০ মাস পর হিটম্যান রোহিত শর্মাকে ফের সাদা পোশাকের ক্রিকেটে দেখা যেতে পারে। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন রোহিত। তারপর থেকে টেস্ট দলের বাইরেই ছিলেন তিনি।
অনুশীলন ম্যাচে চোট পেয়ে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন প্রতিভাবান তরুণ ওপেনার পৃ্থ্বী শ। ফলে তাঁর জায়গায় ওপেন করতে কে নামবেন, তা নিয়ে কিছুটা দোলাচলে ছিল টিম ইন্ডিয়া। অনুশীলন ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফর্ম করে ওপেনার হিসেবে দলে ফিরছেন মুরলী বিজয়। তিনি কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে নামবেন। তিন নম্বরে চেতেশ্বর পূজারা ও চার নম্বরে অধিনায়ক বিরাট কোহলি। মিডল অর্ডারে রয়েছেন আজিঙ্কা রাহানেও।
বারো জনের দলে রয়েছেন হনুমা বিহারীও। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই ৫৩ রান করেছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে রোহিতের আগে ব্যাট করতে নেমে ৫৩ রান করেছিলেন তিনি। রোহিত করেছিলেন ৪০ রান।
ছয় নম্বরের জায়গার জন্য হনুমা ও রোহিতের মধ্যে কোনও একজনকে বেছে নেওয়া হতে পারে।
প্রথম টেস্টে তিন পেসার ও এক স্পিনার নিয়ে নামছে ভারত। প্রথম ১২ জনের তালিকায় নেই ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব। ইশান্ত শর্মা, মহম্মদ সামি ও জসপ্রিত বুমরাহ পেস আক্রমণের দায়িত্বে থাকছেন। দলে একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।