নয়াদিল্লি: ২৬ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে সলমন খান (Salman Khan) অভিনীত 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' (Antim: The Final Truth)। কোভিড কাঁটা পেরিয়ে দীর্ঘদিন পর ফের ভাইজানের ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত তাঁর অসংখ্য অনুরাগী। কিন্তু সেই উচ্ছ্বাসের মাত্রা এমনই যে তাঁদের একাংশ প্রেক্ষাগৃহের মধ্যেই আতসবাজি ফাটিয়ে উৎসব করেছেন। এবার দেখা গেল সিনেমা হলের বাইরে সলমনের পোস্টারে দুধ ঢেলে তাঁর অনুরাগীরা উদযাপনে মেতেছেন।


সলমন খান, তাঁর ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে অভিনেতার বড় একটি পোস্টারে দুধ ঢালছেন তাঁর ফ্যানেরা। ভিডিওটি শেয়ার করে অনুরাগীদের এভাবে দুধ অপচয় করতে নিষেধ করেছেন অভিনেতা।


সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, 'কত মানুষের কপালে পানীয় জলটুকুও জোটে না আর আপনারা এভাবে দুধ নষ্ট করছেন। যদি আপনাদের দুধ কোথাও দিতেই হয় তাহলে আমার সকল অনুরাগীর কাছে এটাই অনুরোধ যে আপনারা গরিব বাচ্চাদের খাওয়ান যাঁরা দুধ খেতে পায় না।'


 






প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরও একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা। তাতে দেখা যায় পর্দায় সলমন খানকে দেখেই উচ্ছ্বসিত দর্শক আচমকাই বাজি ফাটাতে শুরু করেছেন। একেবারে সিনেমা হলের মধ্য়েই। ট্যুইটার ও ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করে একটি নোট লেখেন অভিনেতা। অনুরাগীদের উদ্দেশে আর্জি জানান যেন তাঁরা এমন কাজ  বন্ধ করেন। এমন কাণ্ডে গুরুতর অঘটন ঘটতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। 


আরও পড়ুন: Yami Gautam on Aditya Dhar: 'উরি' ফ্লপ হলে কী পরিকল্পনা ছিল আদিত্য ধরের? জানালেন ইয়ামি গৌতম


এমনকী তিনি হল মালিকদের কাছেও অনুরোধ করেন যেন সকল দর্শককে ভাল করে চেক করে তারপর ভিতরে ঢুকতে দেওয়া হয়।