কলকাতা: তাঁদের প্রেমের চর্চা ছিল গোটা বলিউড জুড়ে। অনস্ক্রিনের পাশাপাশি, অফস্ক্রিনেও তাঁদের রসায়ন ছিল দুর্দান্ত। 'হাম দিল দে চুকে সনম' (Hum Dil De Chuke Sanam)-এর মতো হিট সিনেমা যেমন তাঁরা দর্শকদের উপহার দিয়েছেন, তেমনই তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রিও ছিল দর্শকদের ভীষণ পছন্দের। নায়িকার শ্যুটিং চলাকালীন, হামেশাই নাকি সেটে চলে আসতেন নায়ক। তবে দীর্ঘস্থায়ী হয়নি তাঁদের এই প্রেম। শোনা যায়, প্রেম ভাঙার পরে নাকি ভেঙে পড়েছিলেন নায়িকা। কিন্তু নায়কের কথা তেমন প্রকাশ্যে আসেনি। আর এবার নায়কের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন লিরিসিস্ট সমীর আনজান। 

Continues below advertisement

কথা হচ্ছে, সলমন খান (Salman Khan) ও ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-কে নিয়ে। তাঁদের মধ্যে একটা সময় ছিল জমজমাট রসায়ন। তবে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সমীর আনজান জানিয়েছেন, ঐশ্বর্য্যের সঙ্গে বিচ্ছেদের পরে সলমন মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। তবে তিনি তার পরেও কাজ চালিয়ে গিয়েছিলেন। এরপরে তিনি 'তেরে নাম' সিনেমায় কাজ করেন। এই সিনেমাটা তাঁর কেরিয়ারের অন্যতম বড় একটি হিট ছবি। কিন্তু ওই ছবিতে সলমন অনেক জায়গাতেই অভিনয় করেননি। তাঁর প্রত্যেকটা অভিব্যক্তিই ছিল বাস্তবচিত এমনটাই দাবি করেছেন সমীর।

সমীর আনজান সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে 'তেরে নাম' সিনেমাটির টাইটেল ট্র্যাক নিয়ে কথা বলতে গিয়ে বলেন- 'টাইটেল ট্র্যাকটি তাঁকে (সলমন) মাথায় রেখে লেখা হয়নি। যা লেখা হয়েছিল, তা ছিল ঐশ্বর্য্য রাইয়ের সঙ্গে সলমনের আসল বিচ্ছেদের গল্প। সলমন হিমেশ রেশমিয়াকে ডেকে, শট দেওয়ার আগে গানটি গাইতেন এবং কাঁদতেন। তিনি বলতেন, "তুই আয় আর আমাকে এই গান শোনা।" বিশেষ করে 'কিঁউ কিসি কো ওফা কে বদলে ওফা নেহি মিলতি', বলে গানের যে অংশ রয়েছে, সলমন মনে করতেন এই গানটি যেন তাঁর কষ্টের কথা মনে করেই লেখা। সেটে সলমান এই গান শুনে কাঁদতেন, তারপর শট দিতে যেতেন। আসলে, তাঁর বিচ্ছেদের ক্ষত তখন টাটকা ছিল।'

Continues below advertisement

প্রসঙ্গত, ১৯৯৯ সালে সলমন খান এবং ঐশ্বর্যা রাইয়ের প্রথম দেখা হয় সঞ্জয় লীলা বনসালীর ছবির সেটে। সেই সময়েই দু'জনের ঘনিষ্ঠতা বাড়ে এবং তাঁরা প্রেম করতে শুরু করেন। কিন্তু তিন বছর পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সলমনের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বর্য্য ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন এবং তাঁদের মেয়ে আরাধ্যা-র জন্ম হয়। অন্যদিকে, সলমন খান আজও পর্যন্ত ঘর বাঁধেননি।