মুম্বই: বোন আথিয়ার পর ভাই আহান। বলিউডে পা রাখতে চলেছেন আর এক তারকা পুত্র। সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি তাঁর প্রথম ছবিতে স্বাক্ষর করেছেন।

আর এ জন্য তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন স্বয়ং সলমন খান। টুইটারে সলমন লিখেছেন



প্রযোজন সাজিদ নাদিয়াওয়ালার ছবিতে কাজ করবেন আহান। এখন অভিনয়ের পাঠ নিচ্ছেন তিনি। তাঁর বোন আথিয়াকে সলমনই বলিউডে এনেছেন ‘হিরো’-র রিমেক ভার্সনে।