নয়াদিল্লি: শোনা যাচ্ছিল, বিশেষ কারও সঙ্গে নাকি সিঙ্গাপুরে ছুটি কাটাতে যান হৃতিক রোশন। কোনও সহকারী না নিয়েই যেভাবে গোপনে তিনি রওনা দেন, তাতেই জল্পনা আরও মাটি পায়।

হৃতিকের সহযোগীরা অবশ্য অস্বীকার করেছেন এই জল্পনা। তাঁদের দাবি, বিশেষ কারও সঙ্গে সমুদ্রের ধারে ছুটি কাটাতে নয়, হলিউড এক্সিকিউটিভদের সঙ্গে বিজনেস মিটিংয়ের জন্য এভাবে গোপনে সিঙ্গাপুর যান তিনি। তাঁদের কথায়, হৃতিক ৩দিন আগে সিঙ্গাপুর যান পুরোপুরি কাজ করতে। একটি হলিউড স্টুডিওর এক্সিকিউটিভ টিমের সঙ্গে তাঁর বৈঠক ছিল। তাই তিনি একাই গিয়েছিলেন। যাওয়ার একদিনের মধ্যে, বুধবার সকালে দেশে ফিরেও এসেছেন তিনি। অর্থাৎ বিশেষ কারও সঙ্গে হৃতিকের ছুটি কাটানোর যে খবর ছড়িয়েছিল, তা টিকল না।

৪২ বছরের অভিনেতা এখন ‘কাবিল’-এর প্রমোশনে ব্যস্ত। এতে তাঁর বিপরীতে আছেন ইয়ামি গৌতম। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।