পুণে: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুর্ধর্ষ জয়ের পর সতীর্থ কেদার যাদবের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক বিরাট কোহলি।


কোহলি স্বীকার করেন, এই জয় সত্যিই অনেকদিন মনে থাকবে। তিনি বলেন, এমনটা নয় যে, ৩৫০ রান তাড়া করা যায় না। কিন্ত, তার জন্য ভাল শুরুর প্রয়োজন। এদিন যা ঘটেনি। তাই এই জয় একটা বিশেষ মুহূর্ত। পাশাপাশি, তিনি এ-ও মনে করেন, এদিনের হার হজম করতে ইংল্যান্ডের বেশ কিছুটা সময় লাগবে।


এদিন পুণেতে মূলত কোহলি-কেদারের যুগলবন্দির কাছে পরাস্ত স্বীকার করতে হয় ইংরেজদের। ৩৫১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময়ে যখন ৬৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে প্রবল চাপে মেন ইন ব্লু-রা, তখনই ইংল্যান্ড শিবিরে পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি (১০৫ বলে ১২২) ও কেদার যাদব (৭৬ বলে ১২০)।


তাঁদের প্রবল আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে ইংরেজ বোলাররা। একটা সময় যা অসম্ভব দেখাচ্ছিল, সেটাই শেষে অনায়াসে পার করে, ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে দেয় টিম কোহলি। বলা যেতে পারে, এদিন কোহলির থেকেও বেশি আক্রমণাত্মক ছিলেন যাদব। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ৪টি বিশাল ছক্কায়।



স্বাভাবিকভাবেই, এদিন ম্যাচের পর কেদারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কোহলি। বলেন, কী দুর্দান্তই না খেলল কেদার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওর ক্ষমতা দেখেছিলাম। দিল্লিতে প্রায় একাই ম্যাচ জিতিয়েছিল। অধিনায়ক জানান, এদিন কেদারকে তিনি সেই কথাই মাঠে মনে করিয়ে দেন। কোহলি বলেন, আমি ওকে বলি, দিল্লির ভুল করো না। এবার ম্যাচ জিতিয়ে এসো। কোহলি যোগ করেন, এদিন কেদারকে দেখে একবারও মনে হয়নি যে ও আউট হবে। ওর খেলা দেখে আমি মুগ্ধ। হ্যাটস অফ। এদিনের পার্টনারশিপ বহুদিন মনে থাকবে।


কেদারের মুখে অধিনায়কের প্রশংসা। তিনি জানান, নিজের মাঠে দলকে জেতাতে পেরে ভাল লাগছে। বলেন, অধিনায়ক কোহলি দেখিয়েছে, কী করে বড় রান তাড়া করতে হয়। তিনি স্বীকার করেন, কোহলির সঙ্গে দৌঁড়ানো কঠিন। জানান, এই ক্ষেত্রে তাঁর আরও উন্নতির প্রয়োজন।


অন্যদিকে, ভারতের কাছে এই ম্যাচ হেরে কার্যত বিধ্বস্ত ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি বলেন, আমাদের রান ছিল। তাও হারলাম। তিনি জানান, পিচ ব্যাটিং সহায়ক। তাই খেলার আগে তিনি স্থির করেছিলেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নেবেন। পাশাপাশি, ভারতের প্রশংসাও করেন মর্গ্যান। বলেন, ওদের সাধুবাদ দিতেই হবে।