মেষ
আজ সকালের দিকে কোনও শত্রুর সঙ্গে বিবাদ হতে পারে । তবে ব্যবসায় আয় ভাল হতে পারে । আইনি কোনও কাজে কিছু শুভ পরিবর্তন । চোখ নিয়ে সমস্যা ।
বৃষ
কোনও বন্ধুর জন্য আর্থিক ক্ষতি । ফাটকায় কোনও লাভ। ভাল সুযোগ কাজে লাগান । বাড়িতে অতিথি আসতে পারে । ব্যবসায় চিন্তা বৃদ্ধি ।
মিথুন
আজকের দিনটি বিবাদের মধ্যে দিয়ে যেতে পারে। সংসারে কোনও বিশেষ কাজের জন্য খরচ হতে পারে । ব্যবসার দিকে নতুন কোনও সুযোগ আসার সম্ভাবনা। ডাক্তার দেখানোর জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ।
কর্কট
বাকি কাজ ফেলে না রেখে আজই সেরে ফেলুন । শরীরের দিকে একটু অসুবিধা আসতে পারে । বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে । বাড়তি খরচ থেকে সাবধান থাকুন ।
সিংহ
কোনও দামী উপহার পেতে পারেন। প্রিয় ব্যক্তির থেকে বদনাম শুনতে হতে পারে । ভাল কোনও কাজে আজ ব্যর্থতা আসতে পারে । ব্যবসার দিকে অর্থ ঠিক থাকবে । পিতার সঙ্গে তর্ক ।
কন্যা
পড়াশোনার চাপ বাড়তে পারে। শরীরে কোনও ক্ষত বাড়তে পারে । ব্যবসার দিকে ভাল । বিদেশে কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ ।
তুলা
কোনও ভুলের জন্য গ্লানি বাড়তে পরে । সকলে মিলে ভ্রমণের আলোচনা । মনের আশা পূর্ণ হতে পারে । স্ত্রীর সঙ্গে ব্যবসার বিষয়ে আলোচনা ।
বৃশ্চিক
শরীরে কোনও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে । পাওনা টাকা আদায়ে বাধা আসতে পারে । গাড়ি চালকদের জন্য ভাল সময় । বাইরের কোনও অশান্তি আজ বাড়িতে আসতে পারে ।
ধনু
প্রেম প্রণয়ে আসক্তি বৃদ্ধি । পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে । বাড়তি কোনও কাজের মূল্য পাবেন না । আত্মীয়ের সঙ্গে বিবাদ নিয়ে মানসিক চাপ বৃদ্ধি ।
মকর
কারও কাছে প্রতারিত হতে পারেন । অপর কোনও ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা । ব্যবসার দিকে কোনও সমস্যার সমাধান হতে পারে । খরচ বৃদ্ধি নিয়ে চিন্তা ।
কুম্ভ
কোনও ভাল আশা পূর্ণ হওয়ায় বাধা আসতে পারে। অার্থিক ব্যপারে কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন । ব্যবসার দিকে ভাল ফলের আশা । শত্রুর কারণে বাড়িতে বিবাদ আসতে পারে । রক্তচাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ।
মীন
খেলাধুলোতে জয়ের যোগ । বাড়িতে কোনও আত্মীয় আসতে পারে । পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে । ব্যবসার দিকে চাপ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক থেকে ঝগড়া হতে পারে ।