ম্যাঞ্চেস্টার: অধিনায়ক ইয়ন মর্গ্যানের বিশ্বরেকর্ডের সুবাদে আফগানিস্তানকে ১৫০ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ খেলে মর্গ্যানের দলের পয়েন্ট আট। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট অস্ট্রেলিয়ার। তবে রান রেটে এগিয়ে ইংল্যান্ড। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই হেরে সবার নীচে আফগানিস্তান।
এদিন মাত্র ৭১ বলে ১৪৮ রান করেন মর্গ্যান। তিনি ১৭টি ছক্কা মেরে একদিনের আন্তর্জাতিকে নয়া রেকর্ড গড়েন। জো রুট ৮৮ ও জনি বেয়ারস্টো ৯০ রান করেন। মইন আলি ৯ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান ৯ ওভারে ১১০ রান দেন। এটিই বিশ্বকাপে কোনও বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। ইংল্যান্ড ৬ উইকেটে ৩৯৭ রান করে। জবাবে আফগানিস্তান ৮ উইকেটে ২৪৭ রান করে। সর্বোচ্চ ৭৬ রান করেন হাশমতুল্লাহ শাহিদি।
আফগানিস্তানকে ১৫০ রানে হারিয়ে বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষে ইংল্যান্ড
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2019 11:32 PM (IST)
এদিন মাত্র ৭১ বলে ১৪৮ রান করেন মর্গ্যান। তিনি ১৭টি ছক্কা মেরে একদিনের আন্তর্জাতিকে নয়া রেকর্ড গড়েন।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -