মুম্বই:  ২০০৩ সালে মুক্তি পায় সলমন খান ও ভূমিকা চাওলা অভিনীত ‘তেরে নাম’। সেই সময় ছবিটি ভীষণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। আর এবার সেই ছবিরই সিক্যুয়াল বানাতে চান বর্ষীয়ান পরিচালক সতীশ কৌশিক। এতটি সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘তেরে নাম’-এর মতো সিক্যুয়ালও হবে একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে ।
ছবিটি মুক্তি পাবার পর সলমানের মাঝখানে সিঁথি করা চুলের বিশেষ কায়দা ভীষন জনপ্রিয় হয়েছিল সেই সময়ে।
ছবিতে কারা অভিনয় করছেন সে বিষয়ে পরিচালক বলেন, এখনও অবধি কারা অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি। তবে ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে। ‘তেরে নাম’ ছবির গানগুলিও সেসময় জনপ্রিয় হয়েছিল খুব।