কিনশাসা: বিবর্তনবাদ অনুযায়ী, বানর থেকেই মানুষের সৃষ্টি হয়েছে। শিম্পাঞ্জি, গরিলার সঙ্গে মানুষের অনেক মিলও পাওয়া যায়। কঙ্গোর ভিরুনগা ন্যাশনাল পার্কের দু’টি গরিলা সেই তত্ত্বই প্রমাণ করে দিল। এক রেঞ্জারের সঙ্গে সেলফি তোলার জন্য মানুষের মতোই দাঁড়িয়ে পড়ল গরিলা দু’টি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল।

ভিরুনগা ন্যাশনাল পার্কের পক্ষ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ‘আপনারা নিশ্চয়ই ভিরুনগা ন্যাশনাল পার্কের সেনউইকউই সেন্টারের কর্মী ম্যাথু ও প্যাট্রিকের সঙ্গে দত্তক নেওয়া দু’টি গরিলা দাকাজি ও দেজের সেলফি দেখেছেন। আমরা এই ছবির বিষয়ে অনেক বার্তা পেয়েছি। এই ছবি আসল। গরিলা দু’টি মজা করছিল। তারা দু’পায়ে দাঁড়িয়েছিল। এই দু’টি গরিলা ছোট থেকেই পৃথক জায়গায় থাকে। কর্মীরা তাদের যত্ন নেন। এই ছবিটা ব্যতিক্রমী। না হলে গরিলাদের কাছে কাউকে যেতে দেওয়া হয় না।’



ভিরুনগা ন্যাশনাল পার্কের ডেপুটি ডিরেক্টর ইনোসেন্ট এমবুরানামউই বলেছেন, ‘গরিলা দু’টিকে দেখে মনে হচ্ছে, সেনা জওয়ান স্যালুট করছে। গরিলারা যখন কোনও বিষয়ে কৌতূহলী হয়ে পড়ে, তখনই তারা ভাল করে দেখার জন্য দাঁড়িয়ে পড়ে। মানুষের মাঝে থাকার সুবাদে গরিলাদের এই স্বভাব হয়ে গিয়েছে।’