মুম্বই: সলমন খান বোধহয় জানেন, দুনিয়ায় আর কেউ না থাকুন, তিনি যখন, যে বিতর্কেই নিজেকে জড়ান না কেন, বাবা সেলিম খান পাশে থাকবেনই। এই  তো সেদিন সলমনের ধর্ষণ মন্তব্যের জন্য তাঁর হয়ে ক্ষমা চেয়ে সমালোচনা সয়েছেন। এবার ছেলে সম্পর্কে একটি টিভি চ্যানেলের বিতর্কে কটাক্ষের বিরুদ্ধে ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন বলিউডের এককালের দাপুটে স্ক্রিপ্টরাইটার।
ছেলে সুপারস্টার। আর তাঁর সম্পর্কেই কিনা বিতর্কে বলা হল, সলমনের দাদু হওয়ার মতো যথেষ্ট বয়স হয়ে গিয়েছে! কী করে এটা মেনে নেন পুত্রকে এযাবত্ যাবতীয় বিতর্ক, সমালোচনার তির থেকে ঢাল হয়ে আড়াল করে আসা সেলিম? সঙ্গে সঙ্গে ট্যুইটারে ছেলেকে ‘খোঁচা’-র জবাব দিলেন,  ওকে নিয়ে এরকম বলার আগে ‘সুলতান’ দেখে আসুন!

কাউকে এভাবে ‘আঘাত’ করার স্বভাব ছাড়ার অনুরোধও করেছেন ৮০ বছরের সেলিম।  কাউকে ক্ষতবিক্ষত না করার সংযম দেখাতে পারলেই মানবিক হওয়া যায়, আর সেটাই শ্রেষ্ঠ ধর্ম, এও বলেছেন সেলিম।









অতীতেও ছেলের নানা বিতর্কিত মন্তব্যের সাফাই দিয়েছেন সেলিম। ২৬/১১-র মুম্বই হানা মামলায় দোষী ইয়াকুব মেমনের সমর্থনে সলমন ট্যুইট করেছিলেন। ছেলের হয়ে ক্ষমা চান সেলিম। সলমনের মন্তব্যে এত গুরুত্ব দেওয়া উচিত নয়, এও বলেন।
‘সুলতান’-এর হাড়ভাঙা শ্যুটিং সিডিউল নিয়েই ‘নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হয়, সোজা হয়ে দাঁড়াতে পারি না’ মন্তব্য করে বিপাকে পড়েছেন সলমন। দাবি উঠেছে তাঁকে ক্ষমা চাইতে হবে। কিন্তু আজও সলমন ক্ষমা চাননি। বরং মহিলা কমিশনের সমন উপেক্ষা করে চলেছেন। আর সমানে তাঁর হয়ে এগিয়ে আসছেন বাবা সেলিম।