অস্ত্র আইন মামলায় ৬ জুলাই রাজস্থানের আদালতে সলমন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2017 07:03 PM (IST)
জোধপুর: অস্ত্র আইন সংক্রান্ত একটি মামলায় ৬ জুলাই রাজস্থানের জোধপুরের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে হাজিরা দেবেন সলমন খান। ট্রায়াল কোর্ট তাঁকে এই মামলায় ছাড় দিয়েছে, তার বিরুদ্ধে উচ্চতর আদালতে যে আপিল জমা পড়েছে, তার শুনানি শুরু হবে ওদিন। আজ সলমনের আইনজীবীরা আদালতে ছিলেন। সরকারি আইনজীবী জানান, বিচারক জানিয়েছেন, ৬ জুলাই শুনানি শুরুর আগে সলমনকে ২০,০০০ টাকার জামিন বন্ড জমা দিতে হবে। পাশাপাশি উপস্থিতও থাকতে হবে তাঁকে। এ বছরের ১৮ জানুয়ারি টেকনিক্যাল কারণ দর্শিয়ে অস্ত্র আইনে আনা সমস্ত অভিযোগ থেকে সলমনকে মুক্তি দেয় ট্রায়াল কোর্ট। তার বিরুদ্ধে ৭ মার্চ ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে যায় রাজস্থান সরকার।