ঢাকা: ঢাকার গুলশন এলাকার হোলি আর্টিজান কাফে-তে জঙ্গি হামলায় নিহত ভারতীয় মেয়ে তারিষি জৈন ও অন্যদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ব্যক্তিগত ভাবে শোক, সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সৌজন্যে আপ্লুত নয়াদিল্লি। ভারত এজন্য তাঁর কাছে কৃতজ্ঞ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিঙ্গলা।
তিনি বলেছেন, উনি নিহত পুলিশকর্মীদের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করেছেন। আমার মনে হয় বর্তমান সঙ্কট পর্বে প্রধানমন্ত্রী যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাতে তাঁর দিক থেকে এহেন সৌজন্য অভূতপূর্ব। বিরল। কিন্তু উনি যে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পাশে সমব্যথী হয়ে দাঁড়াতে চান, সেই বার্তা দিতে চেয়েছেন। আমার দেশের পক্ষ থেকে বলতে পারি, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। অভিভূত।
হাই কমিশনার বলেন, একটু আগেই তারিষির দেহ বাংলাদেশ থেকে নয়াদিল্লি রওনা করিয়ে দিয়ে বিমানবন্দর থেকে এলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, তিনি গোটা ঘটনায় গভীর ভাবে ব্যথিত।
শ্রিঙ্গলা এও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে তাঁর শোকবার্তা পাঠিয়েছেন। সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে তিনি দৃঢ় অবস্থান বজায় রাখবেন বলেও জানিয়েছেন।
আজ বনানির সেনা স্টেডিয়ামে গুলশনের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান হাসিনা।
৬ জন বন্দুকবাজকে খতম করে, তাদের এক সঙ্গীকে জীবিত ধরে শনিবার সকালে ১২ ঘণ্টার পণবন্দি-কাণ্ডের অবসান ঘটায় বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র কমান্ডোরা।
তারিষির পরিবারের পাশে হাসিনা, ‘কৃতজ্ঞ’ ভারত, জানালেন হাই কমিশনার
web desk, ABP Ananda
Updated at:
04 Jul 2016 09:24 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -