মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি 'রাধে'। করোনা পরিস্থিতিতে আপাতত বন্ধ সমস্ত সিনেমাহল। তাই ওটিটি প্ল্যাটফর্মেই 'রাধে'দেখছেন অনুরাগীরা। কিন্তু এর মধ্যেই পাইরেসি নিয়ে সরব হলেন 'ভাইজান'। সোশ্যাল মিডিয়ায় সিনেমা জালিয়াতি নিয়ে কড়া পোস্ট করলেন 'রাধে'-র নায়ক।


আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি পোস্ট করেন সলমন। সেখানে লেখা আছে, 'আমরা রাধে ছবিটি যথেষ্ট স্বল্পমূল্যেই দেখবার ব্যবস্থা করেছি। মাত্র ২৪৯ টাকাটেই রাধে দেখা যাচ্ছে। কিন্তু এমন অনেক জাল সাইট আছে যেখানে রাধে স্ট্রিম করা যাচ্ছে। আমরা ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি ও পুলিশ এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। আপনারা এমন জাল সাইটে রাধে দেখলে আইনের জালে জড়িয়ে পড়বেন। এতে সমস্যা বাড়বে। দয়া করে সঠিক ও আইনতভাবে রাধে দেখুন।' এই বক্তব্য দ্রুত ছড়িয়ে দিতে #রাধেমুভি এবং #২৪৯ এই দুটি টুইটার ট্রেন্ডে সলমন ইতিমধ্যেই তাঁর কথা তুলে ধরেছেন।



শুধু তাই নয়, নিজের একটি ভিডিও পোস্ট করেছেন সলমন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে। 'একটা ছবি বানাতে অনেক লোকের অনেক খাটুনি থাকে। খারাপ লাগে যখন কেউ সেই ছবি পাইরেসি বা জাল করে দেখে। আপনাদের কেবল একটাই কথা দিতে হবে। আপনারা সঠিক ওটিটি প্ল্যাটফর্মে নিয়ম মেনে রাধে ছবিটি দেখুন। বিনোদনে কোনও জালিয়াতি নয়।'



ঈদের দিন গোটা বিশ্বে মুক্তি পেয়েছে প্রভু দেবা পরিচালিত রাধে। ছবিতে সলমন খানের বিপরীতে রয়েছেন দিশা পাটনি। কেবল ভারতে নয়, রাধে মুক্তি পেয়েছে বিশ্বব্যাপি। দুবাইয়ের সিনেমাহলেও রাধে দেখতে ভিড়ের ছবি ধরা পড়েছে। এই ছবিতে রণদীপ হুডা ও জ্য়াকি শ্রফের মত অভিনেতাদেরও দেখা মিলবে।


'রাধে'র একটি গানে অভিনয় করেছেন বলিউড সুন্দরী জ্য়াকলিন ফার্নান্ডেজের। অন্যান্য ছবির মত রাধে ও সাফল্য পায় কি না তাই দেখার। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে রাধে ছবির টাইটেল ট্র্যাক।