মুম্বই: ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা খুব একটা পছন্দ হয়নি অভিনেত্রী সামান্থা আক্কিনেনির। সম্প্রতি এক মন্দিরে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। সেখানে তাঁকে এক সাংবাদিক তাঁর স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ নিয়ে গুঞ্জন সংক্রান্ত প্রশ্ন করেন। 


‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মুক্তির পর অভিনেত্রী সামান্থা আক্কিনেনি এখন বেশ পরিচিত নাম। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে পুজো দিতে যান সামান্থা। মন্দিরের দিকে যাওয়ার সময়েই এক সাংবাদিক তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। অভিনেত্রীর দাম্পত্য বিচ্ছেদ নিয়ে যা রটছে তা সত্য কি না জিজ্ঞেস করেন সাংবাদিক। প্রশ্ন শুনেই মেজাজ হারান অভিনেত্রী। তেলেগু ভাষায় উত্তর দেন 'আমি তো মন্দিরে এসেছি। আপনার কোনও বোধ নেই?' 


অভিনেত্রী নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে পদবী ফেলে নাম বদলে 'এস' করে দেওয়ার পর থেকেই সামান্থা এবং চৈতন্যের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন প্রকাশ্যে আসে। যদিও সোশ্যাল মিডিয়ায় একে অন্যের কাজের প্রশংসা করতে দেখা যায় তাঁদের। 


নাগা চৈতন্যের প্রথম হিন্দি ছবি 'লাল সিং চাড্ডা'। সেই সিনেমার সেট থেকে আমির খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্টটি রিশেয়ার করতে দেখা যায় অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে। এছাড়াও সম্প্রতি চৈতন্যের আগামী ছবি 'লভ স্টোরি'-এর ট্রেলার রিট্যুইট করেন সামান্থা। প্রশংসাও করেন। পোস্টে মন্তব্য করেন চৈতন্য, 'থ্যাঙ্কস স্যাম'।


কিছুদিন আগেই 'দ্য ফ্যামিলি ম্যান ২' ওয়েব সিরিজে অভিনয় করে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে সামান্থা আক্কিনেনি সেরা অভিনেত্রীর শিরোপা পান। এই শিরোপা জেতায় তাঁকে কঙ্গনা রানাওয়াত, রকুলপ্রীত সিংহ সহ অনেক বলি তারকাই শুভেচ্ছা জানিয়েছিলেন। 


আরও পড়ুন: পিয়ানোয় মীরা রাজপুত, 'বেখেয়ালি' সুর শোনার অপেক্ষায় শাহিদ কপূর


আরও পড়ুন: Urvashi Routela Upcoming Movie: আগামী ছবির জন্য মার্শাল আর্টস শিখছেন উর্বশী রাউতেলা