নয়াদিল্লি: সঠিক মীমাংসা না পাওয়া পর্যন্ত চুপ থাকতে নারাজ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু যিনি কিছুদিন আগেই দুটি ইউটিউব চ্যানেল ও একজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।
জানা গিয়েছে যে যারা সামান্থার মানহানি করেছেন বলে তিনি দাবি করেছেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার তাঁর আবেদন খারিজ করেছে কুকটপল্লি আদালত। এমনকী এও খবর, যাঁদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন তাঁদের কাছে ক্ষমাও চাইতে বলা হয়েছে সামান্থাকে। আদালতের বক্তব্য, বিভিন্ন তারকা তাঁদের ব্যক্তিগত তথ্য ভাগ করে নেন এবং তারপর মানহানির মামলা করেন।
স্বভাবতই এই দাবি মানতে নারাজ অভিনেত্রী সামান্থা। তিনি নিজের পক্ষে আদালতে আইনজীবী আনেন। সূত্রের খবর, সামান্থার আইনজীবী সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেট্টির ফাইল করা 'স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ' (permanent injunction order)-এর সূত্র টেনে আনেন।
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর অভিনেত্রী বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত এরপর 'পার্মানেন্ট ইনজাকশন অর্ডার' পাস করায় যার ফলে কোনও মিডিয়া আউটলেট তাঁর সম্পর্কে কোনও অবমাননাকর রিপোর্ট লিখতে পারবে না।
সামান্থার লিগাল টিমের বক্তব্য, তাঁরাও প্রয়োজনে একইধরনের রায়ের জন্য আপিল করতে পারেন। আদালত আপাতত সামান্থার মানহানির মামলার রায় সংরক্ষিত রেখেছে এবং শীঘ্রই এর শুনানি হবে।
কিছুদিন আগেই সামান্থা ও নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হয়। এরপরই বেশ কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে গুজব রটাতে শুরু করে। তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও খবর করে বেশ কিছু সংস্থা। এরপরই মানহানির মামলা করেন অভিনেত্রী।