নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (Dearness Allowance) বৃদ্ধি কার্যকরী হবে ২০২১ সালের ১ জুলাই থেকে, জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ২৫ অক্টোবরে প্রকাশিত একটি অফিস মেমোরেন্ডামে (office memorandum) কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় বিভাগ (Department of Expenditure) এই কথা জানিয়েছেন। বেসিক পে-এর ৩১ শতাংশ মহার্ঘ ভাতা হিসাবে পাবেন কর্মচারীরা। এতদিন বেসিক পে-এর ২৮ শতাংশ হারে এই ভাতা পেতেন তাঁরা। ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আগেই করে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: Amazon Festival Sale: অ্যামাজনে বাম্পার অফার, Vivo V21 5G-তে ২০হাজার টাকা পর্যন্ত ছাড়
মেমোরেন্ডাম অনুযায়ী, সপ্তম পে কমিশনের নির্ধারিত যেই বেতন সরকারি কর্মচারিরা পেতেন তাকেই 'বেসিক পে' হিসাবে ধার্য করা হয়েছে। অন্যান্য বিশেষ ভাতা 'বেসিক পে'-এর আওতায় পড়বে না। অন্যান্য সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতিরক্ষা পরিষেবায় যুক্ত অসামরিক কর্মচারীরাও এই অফিস মেমোরেন্ডামের সুবিধে পাবেন। তবে সেনাবাহিনী ও রেলকর্মীদের জন্য প্রতিরক্ষা ও রেলমন্ত্রক পরবর্তীকালে নতুন করে নির্দেশিকা জারি করবে। মহার্ঘ ভাতা বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন। পেনশন প্রাপকদের জন্যেও মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হয়েছে। যার ফলে ৬৮.৬২ লক্ষ পেনশন প্রাপক লাভবান হবেন।
চলতি বছরের জুলাই মাসে মহার্ঘ ভাতা ১৭ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়। গত সপ্তাহে ফের ৩ শতাংশ বাড়ানো হয়েছে সেই ভাতা। এর ফলে সরকারি কোষাগারে থেকে ব্যস হবে ৯,৪৮৮.৭০ কোটি টাকা। মহামারীর কারণে এর আগে থেকে তিন দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি স্থগিত রাখে কেন্দ্রীয় সরকার। ফলে, ২০২০ সালের ১ জানুয়ারি, ১ জুলাই এবং ২০২১ সালের ১ জানুয়ারিতে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা থাকলেও তা সম্ভব হয়নি। ২০২১ সালের ১ জুলাই ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির কাজ চালু হল।