কলকাতা: 'পুষ্পা' (Pushpa) ছবিকে চিত্রনাট্য ও গল্প যেমন ছিল টানটান, তেমনই এই ছবির অন্যতম হিট গান ছিল 'ও অভন্তা' (Oo Antava)। অল্লু অর্জুনের (Allu Arjun)-এর সঙ্গে এই গানে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)-কে। তবে শোনা যাচ্ছে, 'পুষ্পা'-র আগামী ছবিতে আর দেখা যাবে না সামান্থা রুথ প্রভুকে। এই খবরে বেশ মনখারাপ হয়ে গিয়েছিল অনুরাগীদের। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্রে কানাঘুষো, একটি নতুন ছবিতে জুটি বাঁধতে পারেন সামান্থা ও অল্লু অর্জুন। 


এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল যে বলিউডে অভিষেক হতে চলেছে আল্লু অর্জুনের। 'জওয়ান' (Jawan) খ্যাত পরিচালক অ্যাটলি (Atlee) নাকি এবার বলিউডে নিয়ে আসতে চলেছেন অল্লু অর্জুনকে। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য শুনে, তাতে নাকি কার্যত রাজি হয়ে গিয়েছেন অল্লু অর্জুন। আর এবার, দ্বিতীয় কানাঘুষোয় শোনা যাচ্ছে সেই ছবিতেই সামান্থা থাকতে পারে অল্লুর বিপরীতে। সামান্থার সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চলছে এই ছবি নিয়ে। তবে এখনও পাকাপাকিভাবে তাতে সিলমোহর পড়েনি। 


'পুষ্পা' ছবিটি বিনোদন জগতে কার্যত সাড়া ফেলে দিয়েছিল। শুধু চিত্রনাট্যই নয়, এই ছবির 'শ্রীভল্লি' গানটি হোক বা 'স্বামী' গানটি... প্রত্যেকটিই ছিল বেশ চর্চিত। নতুন ছবিতেও বেশ কিছু জমাটি গানের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। তবে সদ্য অল্লু অর্জুনের অসুস্থতার ফলে, পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং। শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মুক্তি পাবে 'পুষ্পা'- সিরিজের নতুন ছবিটি। 


তবে সামান্থা রুথ প্রভু ও অল্লু অর্জুনের জুটি দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। পুষ্পার নতুন ছবিতে দর্শকেরা প্রত্যাশা করেছিলেন, অন্তত একটি গান থাকবে তাঁদের ২জনের। তবে অ্যাটলির ছবিতে যদি জুটি হিসেবে তাঁদের দেখতে পাওয়া যায়, তাহলে তার চেয়ে ভাল উপহার আর কিই বা হতে পারে অনুরাগীদের জন্য? এখন অপেক্ষা কেবল সামান্থার সিলমোহরের। 


 






আরও পড়ুন: Bollywood News: ছোটবেলার ছবি শেয়ার, মা হওয়ার জল্পনায় কি এভাবেই সিলমোহর দিলেন এই অভিনেত্রী?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।