কলকাতা: ইডি আধিকারিকদের উপরে হামলার ৮৭ দিন পর এই ঘটনার মাস্টারমাইন্ড বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে (Expel TMC leader Shahjahan Sheikh) নিজেদের হেফাজতে (ED custody) পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ব্যাঙ্কশাল আদালতে শুনানির সময় শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বিস্ফোরক সওয়াল করেন ইডির আইনজীবীরা। সন্দেশখালি (Sandeshkhali attack case) তথা গোটা দেশকে বিচার দিতে শাহজাহানকে তাদের হেফাজতে পাঠানো উচিত বলে দাবি করেন। উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর শেখ শাহজাহানকে ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


আরও পড়ুন: 100 Days Work: ১০০ দিনের কাজে উপভোক্তাদের সই জালের অভিযোগ, গ্রেফতার ২ সুপারভাইজার


সোমবার আদালতে ইডি-র তরফে অভিযোগ জানানো হয়, "ভেড়ির ব্যবসার আড়ালে কালো টাকা পাচারের ব্যবস্থা করেছিল সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করেছিল। এছাড়াও সিন্ডিকেট খুলে সন্দেশখালিতে জোর করে সাধারণ মানুষের জমি জবরদখল করত। কালো টাকা পাচারের জন্য এস কে সাবিনা নামে একটি কোম্পানিও খুলেছিল সে। তার মাধ্যমেই বিভিন্ন দুর্নীতিমূলক কাজ থেকে সংগ্রহ করা কালো টাকা নানা জায়গায় পাচার করত শাহজাহান। ইতিমধ্যে এই বিষয়ে তিন জন গোপন জবানবন্দিও দিয়েছে।" 


আরও পড়ুন: West Bengal Weather:উত্তরে ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণের কয়েক রাজ্যে! কেমন থাকবে আপনার জেলা?


উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য ও শেখ শাহজাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখার পর আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। 


গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে যাওয়া ইডির আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার পর থেকেই হদিশ পাওয়া যাচ্ছিল না শাহজাহানের। অনেক জলঘোলার পর গত ২৯ ফেব্রুয়ারি ৫৬ দিনের মাথায় সন্দেশখালির ত্রাসকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপরই সাংবাদিক বৈঠক করে শাহজাহানকে দল আগামী ৬ বছরের জন্য সাসপেন্ড করছে বলে জানান তৃণমূলের রাজ্যসভা সাংসদ ও মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। তারপর থেকে এতদিন রাজ্য পুলিশের হেফাজতেই ছিল শাহজাহান। ইডিকে জেরা করার অনুমতি দিলেও এতদিন তাদের হেফাজতে পাঠানো হয়নি। কিন্তু, সোমবার ইডির আইনজীবীর জোরালো সওয়ালে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই পাঠানো হল। 


আরও পড়ুন: 'গভীরভাবে উদ্বিগ্ন', উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডবের পর মমতাকে ফোন শাহর, কী আশ্বাস?