নয়াদিল্লি: সদ্য বাগদান সেরেছেন নাগা চৈতন্য (Naga Chaitanya) ও শোভিতা ধুলিপালা (Shobhita Dhulipala)। আর তারপরেই বিয়ের প্রস্তাব পেলেন চৈতন্যের প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। কে বলুন তো? জানেন তাঁকে উত্তরও দিয়েছেন অভিনেত্রী? কী বললেন অভিনেত্রী? (Marriage Proposal)


চৈতন্যের নতুন জীবন শুরু হতেই বিয়ের প্রস্তাব পেলেন সামান্থা


গত ৮ অগাস্ট বাগদান সেরে নতুন জীবনে পা রেখেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। এরপরেই বিয়ের প্রস্তাব পৌঁছয় সামান্থার কাছে। সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিওর মাধ্যমে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিলেন এক নেটিজেন। 'মুকেশ চিন্তা' নামক এক হ্যান্ডল থেকে একটি মজার ভিডিও পোস্ট করা হয়েছে। 


যে ভিডিও পোস্ট হয়েছে সেখানে দেখা যাচ্ছে সামান্থাকে বিয়ের প্রস্তাব দিতে সোজা হায়দরাবাদে অভিনেত্রীর বাড়ি পৌঁছে গিয়েছেন ওই ভদ্রলোক। এরপর তিনি নায়িকার 'জিম'-এ গিয়ে সেখানে বিয়ের প্রস্তাব দিলেন। তবে এখানে আছে খানিক ট্যুইস্ট। এই পুরোটাই ডিজিট্যালি তৈরি করা। অর্থাৎ সত্যি সত্যি অভিনেত্রীর বাড়িতে উপস্থিত হননি তিনি। 


ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে মুকেশ নামক ওই ব্যক্তি ভিডিওর ওপরে লিখেছেন, 'আমি সামান্থাকে বলতে যাওয়ার পথে যে ওঁর কোনও চিন্তা নেই কারণ আমি সর্বদা ওঁর জন্য রয়েছি।' এরপর অভিনেত্রীর 'বাড়ি পৌঁছন' তিনি। সেখান থেকে নায়িকার পিছন পিছন 'জিম পৌঁছন'। এরপর এখানেই অভিনেত্রীকে 'বিয়ের প্রস্তাব' দেন তিনি। এখানে তিনি নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য ২ বছর সময়ও চেয়ে নেন। কিন্তু গোটাটাই মজার ছলে। পুরোটাই ইন্টারনেটের সাহায্যে এডিট করে তৈরি। 


 






তবে মজার বিষয় হচ্ছে এই ভিডিও চোখে পড়েছে অভিনেত্রীর। তিনি কমেন্ট সেকশনে লেখেন, 'ব্যাকগ্রাউন্ডে জিমটা দেখে আমি প্রায় রাজি হয়েই গিয়েছিলাম।' অভিনেত্রীর প্রতিক্রিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মুকেশ লেখেন, 'যদি গোটা পৃথিবী সামান্থার বিরুদ্ধে থাকে, তাহলে আমি এই পৃথিবীর বিরুদ্ধে।'




আরও পড়ুন: Aamir Khan: 'ভেবেছিলাম এটাই আমার কর্মজীবনের শেষ অধ্যায়...', অবসর নিচ্ছেন আমির খান?


প্রসঙ্গত, গত সপ্তাহে দক্ষিণী তারকা নাগার্জুনের বাড়িতেই তাঁর ছেলে নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধুলিপালার বাগদান সম্পন্ন হয়েছে। এরপর থেকেই সামান্থাকে তাঁর অনুরাগীরা 'চিয়ার আপ' করার চেষ্টায় আছেন। অনেক অনুরাগীর মতে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলেই নাকি বিচ্ছেদ হয়েছিল নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।