চেন্নাই: বিবাহিত জীবনে ইতি টেনেছেন গত বছরই। এবার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে (Naga Chaytanya) সোশ্যাল মিডিয়াতেও আনফলো করলেন দক্ষিণী তারকা সামান্থা প্রভু (Samantha Prabhu)। তার পাশাপাশি করলেন একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও। সবমিলিয়ে কী বার্তা দিতে চাইলেন 'পুষ্পা দ্য রাইজ' ছবিতে আইটেম নম্বরে ঝড় তোলা অভিনেত্রী?


২০২১ সালের অক্টোবরে বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করেন সামান্থা প্রভু ও নাগা চৈতন্য (Chay Akkineni)। যৌথভাবে দুজনে একই বিবৃতি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। চার বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনে তাঁরা লেখেন যে, 'নিজেদের পথে এগিয়ে চলার জন্য' তাঁরা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। তাঁরা এও জানান যে অনেক আলোচনার পরই  তাঁরা এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এবার চৈ আক্কিনেনিকে ইনস্টাগ্রামে আনফলো করার পাশাপাশি সেখান থেকে দুজনের সমস্ত ছবিও মুছে দিলেন 'ও অন্তাভা' অভিনেত্রী। যদিও, এখনও সামান্থাকে ইনস্টাগ্রামে ফলো করেন নাগা। এবং তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুজনের বেশ কিছু ছবিও রয়েছে।




আরও পড়ুন - Salman Khan: সাংবাদিক নিগ্রহের জের, সলমন খানকে সমন পাঠাল আদালত


গত কিছুদিন ধরেই সামান্থা প্রভু ও নাগা চৈতন্য মধ্যের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লেগেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সমস্ত গুঞ্জনে জল ঢেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'কখনও কখনও শক্তি আগুনের লেলিহান শিখার মতো চোখে দেখা যায় না। কখনও কখনও ছোট্ট স্ফুলিঙ্গই মৃদুভাবেও শক্তির পরিচয় দেয়। তাই এগিয়ে চলো। তুমিই পারবে- আমার মা বলেন।'


প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী সামান্থা প্রভু নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে আক্কিনেনি পদবী ফেলে নাম বদলে 'এস' করে দেওয়ার পর থেকেই সামান্থা এবং চৈতন্যের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন প্রকাশ্যে আসে। যদিও সোশ্যাল মিডিয়ায় একে অন্যের কাজের প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁদের। নাগা চৈতন্যের প্রথম হিন্দি ছবি 'লাল সিং চাড্ডা'। সেই সিনেমার সেট থেকে আমির খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্টটি রিশেয়ার করতে দেখা যায় অভিনেত্রী সামান্থাকে। তারপরই বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন দুই তারকা।