মুম্বই: মাদক মামলায় তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede)। শাহরুখ পুত্র আরিয়াখানের (Aryan Khan) মাদক কাণ্ডের প্রধান তদন্তকারীর ভূমিকায় ছিলেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। তবে তাঁকে সেই ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।


মুম্বই (Mumbai) থেকে দিল্লি (Delhi) বদলি করা হল তাঁকে। এনসিবির জোনাল ডিরেক্টরের পদ থেকেও সরানো হল সমীরকে (Sameer Wankhede)। নবাব মালিকের জামাইয়ের বিরুদ্ধে মামলা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলেই খবর। আরিয়ানকে ছাড়ার জন্য সাক্ষীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এনসিবির কেন্দ্রীয় তদন্ত কমিটির রিপোর্টের পরেই বদলি করা হয় সমীরকে। 


‘এটা সবে শুরু, স্বচ্ছতার জন্য আরও অনেক কিছু করতে হবে’ মুম্বই থেকে সমীরের বদলির সিদ্ধান্তের পরেই ট্যুইট করেছেন নবাব মালিক। জামিনে মুক্ত হওয়ার পরে আজই প্রথম এনসিবির কাছে হাজিরা দেন আরিয়ান। ‘মামলা থেকে অব্যাহতি নয়, কেন্দ্রীয় তদন্ত চাওয়ার আর্জিতে সাড়া’ মুম্বই থেকে দিল্লি বদলির সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া সমীর ওয়াংখেড়ের।


আরিয়ান খান (Aryan Khan Drug Case) গ্রেফতারের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) মুম্বইয়ের জোনাল ডিরেক্টোর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তোলেন এই মামলার এক সাক্ষী প্রভাকর সেইল। তার ওপর এনসিবি কর্তার হঠাৎ দিল্লিতে যাওয়া নিয়ে শুরু হয় জোর বিতর্ক।


যেদিন হাইকোর্টে আরিয়ান খান, আরবাজ মার্চেন্টদের জামিনের শুনানি হওয়ার কথা হয়। ঠিক তার কয়েক ঘন্টা আগেই রাতেই দিল্লিতে হাজির হন সমীর ওয়াংখেড়ে। সাংবাদিকদের তিনি সাফ জানিয়ে দেন ব্যক্তিগত কাজে রাজধানীতে এসেছেন তিনি। কেউ তাঁকে সমন করেনি। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন হিসেবে নসাৎও করে দেন ওয়াংখেড়ে। 


আরও পড়ুন: KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-র মঞ্চে আজব প্রশ্ন ক্যাটরিনার, বাকরুদ্ধ অমিতাভ বচ্চন