কলকাতা: পুজোর আগে দর্শকদের জন্য নতুন আইটেম সং নিয়ে হাজির গায়ক এবং সুরকার সমিধ মুখোপাধ্যায়। গানের নাম 'লিলি ডোন্ট বি সিলি'। বেশ কিছুদিন ধরেই বাংলায় এমন মজার আঙ্গিকে আইটেম সং তৈরির রেওয়াজ দেখা দিয়েছে। গানের একেবারে শেষে গিয়ে রয়েছে চমক।
আরও পড়ুন - Jacqueline Fernandez: ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যায় আলিয়া, ক্যাটরিনাদের টপকে গেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ
আরও পড়ুন - ‘Bigg Boss 15’ Premiere: আজ শুরু বিগ বস সিজন ১৫, কার ধামাকাদার পারফরম্যান্স দেখা যাবে প্রিমিয়রে?
সমিধ মুখোপাধ্যায়ের নতুন গান 'লিলি ডোন্ট বি সিলি' গানটি প্রযোজনা করেছে জারেক এন্টারটেনমেন্ট। গানের দৃশ্যে দেখা গিয়েছে সাক্ষী সাহা এবং ঋধিস চৌধুরিকে। মজার আঙ্গিকে তৈরি এই আইটেম সং-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে টলিউড অভিনেত্রী এবং প্রযোজক এনা সাহাকে। এছাড়াও গানে বিশেষ দৃশ্যে রয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, গায়ক সমিধ মুখোপাধ্যায় স্বয়ং, উরভি চট্টোপাধ্যায় এবং বান্টি বরুয়া। গানটি পরিচালনা করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। গানটিতে সুর দিয়েছেন সমিধ মুখোপাধ্যায়। 'লিলি ডোন্ট বি সিলি' গানটি গেয়েছেন সমিধ মুখোপাধ্যায় এবং উরভি চট্টোপাধ্যায়। গানটির কথা লিখেছেন অভিনেতা এবং এই গানের পরিচালক জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং সমিত মুখোপাধ্যায় দুজনে।
আরও পড়ুন - Bigg Boss 15 Premiere: ২ অক্টোবর 'বিগ বস ১৫'-র গ্র্যান্ড প্রিমিয়ার, হাজির থাকবেন রণবীর সিংহ
আরও পড়ুন - Super Dancer 4 : শিল্পা শেট্টির সঙ্গে বন্ধুত্বের 'রজত জয়ন্তী বর্ষে' মজাদার গল্পের স্মৃতি রোমন্থন তব্বুর
'লিলি ডোন্ট বি সিলি' গানের একেবারে শেষ দৃশ্যে এসে রয়েছে চমক। বাংলার বর্ষীয়ান এবং কিংবদন্তি অভিনেত্রী লিলি চক্রবর্তীকে বিশেষ একটি দৃশ্যে দেখা গিয়েছে গানের সঙ্গে পা দোলাতে। তিনিও যে এমন একটি মজাদার গান বেশ উপভোগ করেছেন, তা তাঁকে দেখেই বোঝা যাচ্ছে। গানটি প্রেজেন্ট করেছেন এনা সাহা এবং বনানী সাহা।