মুম্বই : আগামী রবিবারে বিশেষ পর্বে 'সুপার ডান্সার ফোর'-এ তারকা অতিথি হিসেবে হাজির থাকতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তব্বু (Tabbu০। 'সুপার ডান্সার ফোর'-এ বিচারকের আসনে থাকা শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং গীতা কপূরের সঙ্গে কথপোকথনে জানা গেল, বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির সঙ্গে তব্বুর ২৫ বছরের বন্ধুত্বের কথা। বন্ধুত্বের শুরুর দিনগুলোর কথা বলতে বলতে নস্টালজিক হয়ে পড়লেন দুই অভিনেত্রী।
আরও পড়ুন - Bigg Boss 15 Contestant: 'বিগ বস সিজন ১৫' প্রতিযোগী জয় ভানুশালীকে চিনে নিন
২৫ বছরের বন্ধুত্ব। কত স্মৃতি। কত ছবি। 'সুপার ডান্সার ফোর'-এর মঞ্চে বিচারকের আসনে বসে থাকা শিল্পা শেট্টির সঙ্গে শোয়ের তারকা অতিথি তব্বুর ২৫ বছরের বন্ধুত্বের গল্পে দুই অভিনেত্রীর সঙ্গে স্মৃতির পাতা ওল্টালেন অনুরাগী এবং দর্শকরাও। 'ধড়কন' অভিনেত্রী শিল্পা শেট্টি বলছিলেন কীভাবে তব্বু তাঁর বন্ধু হয়ে উঠলেন। তিনি জানান যে, একই সেটে শিল্পা শেট্টির 'গ্যাম্বলার' এবং তব্বুর 'বিজয়পথ'-র শ্যুটিং হচ্ছিল। সেই সময় শিল্পা শেট্টি তব্বুর কাছে শ্যাম্পুর বোতল চান। জঙ্গলের মধ্যে শ্যুটিং হওয়ায় তাঁর কাছে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল না। তখনই তব্বুর কাছে শ্যাম্পু চান শিল্পা। আর তখন থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে দুই অভিনেত্রীর মধ্যে।
আরও পড়ুন - কবে থেকে দেখতে পাবেন রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার্স'?
শিল্পা শেট্টি বলেন, 'হতে পারে আমাদের কোনও ছবিই সিলভার জুবিলি হয়নি। কিন্তু আমাদের বন্ধুত্ব দেখতে দেখতে ২৫ বছর পেরিয়ে গেল।' শিল্পা শেট্টির গল্পে গলা মেলালেন তব্বুও। তিনি বলেন, 'তরকিব ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। আমাদের সঙ্গে মিলিন্দ সোমনও ছিল। ছবির শ্যুটিং সেটে সকলের মধ্যে খাওয়ার প্রতিযোগিতা চলত। কখনও গোলাপ জাম তো কখনও ক্ষীর। আমার শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পর অন্য এক জায়গায় পারফর্ম করতে যাওয়ার কথা ছিল। কিন্তু কোনও পোশাকই আমি পরতে পারছিলাম না। কারণ, খাওয়ার প্রতিযোগিতা করতে করতে আমি বারো কেজি ওজন বাড়িয়ে ফেলেছি।' এরপর তব্বু রহস্য ফাঁস করেন যে, খাওয়ার প্রতিযোগিতার পর শিল্পা শেট্টি এবং মিলিন্দ সোমন যখন শরীরচর্চা করতেন, তখন ঘুমোতেন তিনি। ফলে অত্যধিক ওজন বেড়ে যায়। তিনি আরও জানান যে, শিল্পা শেট্টি এবং মিলিন্দ সোমনের সঙ্গে তাঁর বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে সকলে তাঁদের থ্রি মাস্কেটিয়ার্স বলে ডাকতেন।