নয়াদিল্লি: চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi) পরিচালিত ও অক্ষয় কুমার (Akshay Kumar), মানুষী চিল্লার (Manushi Chhillar), সোনু সুদ (Sonu Sood), সঞ্জয় দত্ত (Sanjay Dutt) অভিনীত 'সম্রাট পৃথ্বীরাজ' (Samrat Prithviraj) মুক্তি পেয়েছে ৩ জুন। তবে বক্স অফিসে বিশেষ সাড়া ফেলতে পারেনি এই ছবি। প্রথম দিনে বেশ খারাপই ছিল ছবির ব্যবসা। যশ রাজ ফিল্মসের ব্যানারে অক্ষয় কুমারের অভিনয় হলেও লাভ করে উঠতে পারেনি এই ছবি খুব একটা। বিশ্বজুড়ে প্রায় ৫০০০ পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি যার মধ্যে দেশে সেই সংখ্যা ৩৭৫০। এই ছবির দ্বিতীয় দিনের ব্যবসা কেমন?
'সম্রাট পৃথ্বীরাজ' ছবির শনিবারের ব্যবসা
প্রথম দিনে এই ছবি খাতা খুলেছিল ১০.৭০ কোটি টাকা আয় করে, যা অক্ষয় কুমারের শেষ অভিনীত 'সূর্যবংশী' ও 'বচ্চন পাণ্ডে'র থেকেও কম। ওই দুই ছবি ছুটির দিনে মুক্তি পেলেও 'সম্রাট পৃথ্বীরাজ'-এর খারাপ ব্যবসা আশাতীত। দ্বিতীয় দিনে, এই ছবির আয় প্রথম দিনের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শনিবার ১২.২০-১২.৮০ কোটি টাকা মোট আয় করেছে এই ছবি। যা দুই দিনে মিলিয়ে মোট দাঁড়িয়েছে ২২.৯০-২৩.৫০ কোটি টাকায়। মনে করা হচ্ছে এরপর 'জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন' মুক্তির পর এই ছবির টিকে থাকা আরও মুশকিল হয়ে যাবে।
অন্যদিকে এই ছবির সঙ্গে মুক্তি পেয়েছে কমল হাসনের 'বিক্রম' ও অদিভি বেশের 'মেজর'। এই দুই ছবিই হিন্দিতে খুব ভাল ব্যবসা না করলেও বাকি ভাষায় খুবই ভাল চলছে। এছাড়া তৃতীয় সপ্তাহেও 'ভুল ভুলাইয়া ২' হলে ভাল ব্যবসা করছে। মনে করা হচ্ছে হিন্দিতে এই ছবি ১৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।
আরও পড়ুন: IIFA Awards 2022: 'IIFA অ্যাওয়ার্ডস ২০২২'-এ সেরার শিরোপা ভিকি ও কৃতীর মাথায়, রইল পুরো তালিকা
বক্স অফিসে 'বিক্রম' ম্যাজিক
প্রথম দিনেই এই ছবি ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। তার মধ্যে তামিলনাড়ুতেই এই ছবি ২১ কোটির ব্যবসা করেছে। লোকেশ কনগরাজ পরিচালিত ছবিটি কেরলেও বেশ ভাল ব্যবসা করেছে। প্রথম দিনে কেরলে ৫ কোটি টাকার ব্যবসা করেছে। কর্ণাটকে মোটামুটি ব্যবসা করেছে 'বিক্রম'। সেখানে ৩.৪০ কোটির ব্যবসা হয়েছে। এছাড়া তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশেও ঠিকঠাক ব্যবসা হয়েছে অন্ধ্র প্রদেশে ২.৯ কোটি আয় করেছে কমল হাসনের ছবি। দেশের বাকি অংশে এই ছবি মোট ০.৭৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিনে। তবে ট্রেড অ্যানালিস্টদের মত অনুযায়ী বিশ্বের বাকি অংশে ভালই ব্যবসা করছে এই ছবি।