মুম্বই: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) নতুন ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' (Samrat Prithviraj)। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু প্রত্যাশামতো ব্যবসা করা তো অনেক দূর। নির্মাতাদের কার্যত হতাশ করেছে এই ছবির বক্স অফিস কালেকশন। সিনেমা হলে নেই দর্শক। একাধিক শো বন্ধ করল সিনেমা হলগুলি।
'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিস কালেকশন-
অক্ষয় কুমার, মানুষী চিল্লার (Manushi Chillar) অভিনীত পিরিয়ড ড্রামা 'সম্রাট পৃথ্বীরাজ'-এর বাজেট ছিল ২০০ কোটি টাকা। অথচ. এখনও পর্যন্ত পঞ্চাশ কোটির একটু বেশি ব্যবসা করেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ছবি ব্যবসা করেছে ৫৫ কোটি টাকার। বিপুল পরিমাণ ব্যয় করা ছবির বক্স অফিস কালেকশন হতাশ নির্মাতারা। জানা গিয়েছে, কিছুদিন আগেই কঙ্গনা রানাউতের 'ধাকড়' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। মাত্র ২০টি টিকিট বিক্রি হয়ে ৪ হাজার ৪০০ টাকার ব্যবসা করে সেই ছবি। ওটিটিতেও সুবিধা করতে পারছেন না এই ছবি। জানা গিয়েছে এমনটাই। 'ধাকড়'-এর পর বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হল অক্ষয় কুমারের ছবি। কোনও শোয়ে দর্শক না আসায় 'সম্রাট পৃথ্বীরাজ' দেখানো বন্ধ করে দিয়েছে অনেক সিনেমা হল। সূত্রের খবর এমনটাই।
আরও পড়ুন - Anurag Basu: ক্যানসারের সঙ্গে লড়াইয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন অনুরাগ বসু
যশরাজ প্রোডাকশনসের বহু প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা 'সম্রাট পৃথ্বীরাজ'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। অন্যদিকে, এই ছবি দিয়েই বলিউডে পা রাখলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। নতুন নায়িকার আগমন ঘটায় ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু নির্মাতাদের প্রত্যাশা খুশি করতে পারেনি দর্শকদের। প্রথমদিন বক্স অফিসে ১০.৭০ কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করলেও ক্রমশ কমেছে এই ছবির বক্স অফিস কালেকশন। 'বচ্চন পাণ্ডে'র পর চলতি বছর অক্ষয় কুমারের এটি দ্বিতীয় ছবি, যা চূড়ান্ত ব্যর্থ হল বক্স অফিসে।