বেঙ্গালুরু: রাগিণী দ্বিবেদীর পর এবার গ্রেফতার আরেক কন্নড় অভিনেত্রী সঞ্জনা গালরানি। মঙ্গলবার মাদকযোগে গ্রেফতার করা হয়েছে এই অভিনেত্রীকে।


মঙ্গলবার সকালে সঞ্জনার ইন্দিরা নগরের বাড়িতে হানা দেয় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বা সিসিবি-র অফিসাররা। জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় সিসিবি-র অফিসে। সেখানে বেশকিছুক্ষণ জেরা করা হয়।


গত কিছুদিন ধরেই সঞ্জনার গতিবিধি সিসিবি-র নজরে ছিল। সঞ্জনা গালরানির বন্ধু পেশায় আবাসন ব্যবসায়ী রাহুলকে মাদক যোগের অভিযোগে মামলা দায়ের হওয়ার পর থেকে আরও বেশি নজরে পড়ে যান সজ্জনা। বেঙ্গালুরুর যুগ্ম পুলিস কমিশনার সন্দীপ পাটিল জানিয়েছেন, ’’আদালত থেকে সার্চ ওয়ারেন্ট পাওয়ার পরেই তাঁর(অভিনেত্রীর) বাড়িতে তল্লাশি চালানো হয়।‘‘


আদ্যান্ত বেঙ্গালুরুবাসী হলেও ২০০৬ সালে সঞ্জনার অভিষেক ঘটে তামিল ছবিতে। কন্নড় ছবিতেও অভিনয় করেছেন তিনি। গত শুক্রবার মাদক-যোগের অভিযোগে গ্রেফতার হন অভিনেত্রী রাগিণী দ্বিবেদী। এখনও পর্যন্ত মাদক যোগে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে ১৩ জনের বিরুদ্ধে।