নয়াদিল্লি: এবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) রোষের মুখে পড়লেন প্রযোজক ও তারকা অভিনেতা আমির খানের (Aamir Khan) প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kirao Rao)। গত বছরের ব্লকবাস্টার ছবিগুলির অন্যতম সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal)। দুর্দান্ত ব্যবসা করা ছবিটি যদিও সমালোচনার শিকার হয়েছে প্রচণ্ড। এই ছবিকে 'পুরুষতান্ত্রিক' ও 'টক্সিক পৌরুষ' প্রচারকারী বলে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনদের একাংশ এবং তারকাদের একাংশ। এবার তেমনই এক সমালোচককে নিশানা করলেন পরিচালক। কী বললেন তিনি?


সন্দীপ রেড্ডি ভাঙ্গার নিশানায় কিরণ রাও


সন্দীপ রেড্ডি ভাঙ্গার নিশানায় আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ বলেন, কিরণ রাওয়ের উচিত আমির খানের সিনেমার দিকে নজর দেওয়া এবং মনে করিয়ে দেন কীভাবে 'দিল' ফিল্মে আমিরের চরিত্র একটি মহিলা চরিত্রকে ধর্ষণের হুমকি দেয় এবং পরে তারই প্রেমে পড়ে যায়। 


ঠিক কী বলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা?


একটি জাতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক নিশানা করে কিরণ রাওয়ের করা সমালোচনাকে। তিনি নাম না নিয়ে বলেন, 'আজ সকালে, আমার এডি (সহ পরিচালক) আমাকে একটি আর্টিকল দেখান। সেটি এক তারকার দ্বিতীয় প্রাক্তন স্ত্রীর। তিনি বলছেন যে 'বাহুবলী ২' ও 'কবীর সিংহ'-এর মতো ছবি নাকি পুরুষতন্ত্র ও স্টকিং প্রচার করে। আমার মনে হয় তিনি স্টকিং ও কাউকে প্রস্তাব দেওয়ার মধ্যে পার্থক্য বোঝেন না। যখন মানুষ এগুলো প্রসঙ্গ ছাড়া পড়েন, তাঁরা সহমত পোষণ করেন। এটা সম্পূর্ণ ভুল।'


'গিয়ে আমির খানকে জিজ্ঞেস করুন'


তিনি এখানেই থামেননি। সন্দীপের কথায় তিনি এই সমালোচনা বুঝতে ব্যর্থ হয়েছেন। পরিচালক বলেন, 'আমি ওই ভদ্রমহিলাকে বলতে চাই যে গিয়ে আমির খানকে জিজ্ঞেস করুন, 'খম্বে জৈসি খড়ি হ্যায়, লড়কি হ্যায় ইয়া ফুলঝড়ি হ্যায়' সেটা কী? তারপর আমার কাছে আসুন। অর্থাৎ, যদি আপনার মনে থাকে 'দিল' ছবির কথা, প্রায় ধর্ষণের পর্যায় পর্যন্ত নিয়ে গিয়ে তার মনে হয় যে সে ভুল করেছে। আর সে প্রেমে পড়ে যায়। সেগুলো কী? আমি বুঝি না যে কেন তাঁরা নিজেদের আশপাশ না দেখেই আক্রমণ করেন।'


আরও পড়ুন: Jisshu Sengupta: বুর্জ খলিফায় প্রথম বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত, গর্বিত বঙ্গবাসী!


'অ্যানিম্যাল' ফিল্মটি মূলত এক ব্যক্তির গল্প বলে যে তার বাবাকে হত্যার চেষ্টা হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসে। বাবার ভালবাসা জয় করার জন্য, ওই ব্যক্তি, তার বাবাকে হত্যা করার চেষ্টাকারীদের ওপর প্রতিশোধ নিতে একটি তাণ্ডব চালায়। এই ছবিতে অভিনয় করেছেন ববি দেওল, অনিল কপূর, রশ্মিকা মান্দান্না, তৃপ্তি দিমরি এবং শক্তি কপূর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।