কলকাতা: শারিরীক স্বাস্থ্যের উন্নতি হলেও সংকটজনক গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। এখনও ভাসোপ্রেসার ও অক্সিজেন সাপোর্ট দেওয়া রয়েছে তাঁকে। সদ্য পাওয়া মেডিক্যাল বুলেটিন বলছে, তাঁর শারিরীক পরিস্থিতি বুঝেই তাঁকে জেনারেল বেড থেকে আইটিইউতে সরানো হয়েছে। তাঁর রক্তচাপে অস্বাভাবিকতা রয়েছে। আজ তাঁর করোনা পরীক্ষা করা হলে ফের পজিটিভ এসেছে রিপোর্ট।


আজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মানসিকভাবে সচেতন রয়েছেন গীতশ্রী। পরিচিতদের চিনতে পারছেন। খাবার খেতে পারছেন তিনি। কিন্তু এরপরেও হাসপাতালের দাবি এখনও সংকটমুক্ত নন তিনি। তাঁর তাঁর কোমরের আঘাত নিয়েও চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা। বসানো হয়েছে মেডিক্যাল বোর্ড। তবে কোভিড সংক্রমণজনিত সমস্ত জটিলতা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।


চিকিৎসকদের হিসেবে, কোভিড সংক্রান্ত জটিলতার যে সময়সীমা সেটা নবোতিপর গায়িকা পেরিয়ে এসেছেন। এরপর কোন পদ্ধতিতে তাঁর চিকিৎসা এগোবে সেই বিষয়েই আলোচনা হবে বৈঠকে। এছাড়া তাঁর কোমরে চোট আছে যেখানে এখনও পর্যন্ত 'কনসার্ভেটিভ ট্রিটমেন্ট' চলছিল। শুধু ওষুধ দিয়ে চিকিৎসা হচ্ছিল। পরবর্তী পদক্ষেপে কীভাবে চিকিৎসা হবে এবং এখনই তাঁকে সম্পূর্ণ বিপদমুক্ত বলা যায় কি না সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই চিকিৎসকেরা দুপুরে মিলিত হবেন। 


তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কোনও অবনতি ঘটেনি। এবং এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন চিকিৎসকেরা।


আরও পড়ুন: সুনীল গ্রোভারের দ্রুত আরোগ্য কামনায় উপচে পড়ছে সোশ্যাল মি়ডিয়া


প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। তাতে নাম ছিল কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay)। তালিকা প্রকাশের পর এ দিন শিল্পীর লেক গার্ডেন্সের বাড়িতে ফোন আসে দিল্লির তরফে। ‘পদ্মশ্রী’ সম্মানে তাঁকে সম্মানিত করা হচ্ছে বলে জানানো হয়। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যক্তিকে শিল্পী সরাসরি জানিয়ে দেন যে, তিনি ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করছেন। এই সম্মান নিতে অপারগ তিনি। শিল্পীর পরিবার সূত্রে খবর এমনটাই। 


শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স ৯০ পেরিয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ১২ বছর বয়স থেকে গান গাইছেন। সঙ্গীতের পিছনে জীবনের ৭৫টি বঠর উৎসর্গ করে দিয়েছেন। অথচ এতদিনেও তাঁর মতো সঙ্গীতজ্ঞকে সম্মানের যোগ্য বলে মনে হয়নি। বরং তাঁর চেয়ে কম বয়সের শিল্পীদের সম্মান ধরানো হয়েছে। তাতেই সম্মান প্রত্যাখ্যান করেছেন শিল্পী।