Sandipta-Rupanjana: জন্মাষ্টমীতে কৃষ্ণ আরাধনা সন্দীপ্তার, ছবি দেখে কী লিখলেন মুগ্ধ রূপাঞ্জনা?
Janmashtami 2023: অভিনেত্রী রূপাঞ্জনা লিখেছেন, 'কী মিষ্টি'। অনুরাগীরা যেমন প্রিয় অভিনেত্রীকে জন্মাষ্টমীর শুভেচ্ছাবার্তা দিয়েছেন, তেমনই প্রশংসা করেছেন তাঁর মিষ্টি ছবিরও।
কলকাতা: আজ জন্মাষ্টমী। ঘরে ঘরে কৃষ্ণ আরাধনার আয়োজন হয়েছে ২ দিন জুড়েই। নিজের বাড়িতেই, কৃষ্ণ আরাধনার আয়োজন করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ফুলের মালায়, সাজে শ্রীকৃষ্ণ আরাধনার ছবিও শেয়ার করে নিলেন সন্দীপ্তা। কাঁচা হলুদ রঙের শাড়িতে মোহময়ী নায়িকাও। তাঁকে দেখা গেল শ্রীকৃষ্ণ আরাধনায় ব্যস্ত থাকতে। সোশ্যাল মিডিয়ায় সন্দীপ্তার ছবির প্রশংসা করেছেন অনেকেই। অভিনেত্রী রূপাঞ্জনা লিখেছেন, 'কী মিষ্টি'। অনুরাগীরা যেমন প্রিয় অভিনেত্রীকে জন্মাষ্টমীর শুভেচ্ছাবার্তা দিয়েছেন, তেমনই প্রশংসা করেছেন তাঁর মিষ্টি ছবিরও।
কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে সন্দীপ্তার। পরিবারের সবার সঙ্গে এই দিনটি উদযাপন করেছিলেন তিনি। কখনও চকোলেট কেক, মোমবাতি আর ফুলে বাবা-মা, প্রেমিকের সঙ্গে উদযাপনে মেতেছিলেন অভিনেত্রী। হাজির ছিলেন সন্দীপ্তার বন্ধুরাও। ত্বরিতা ও সৌরভও হাজির ছিলেন জন্মদিন উদযাপনে। ইন্ডাস্ট্রিতে তাঁরা খুব ভাল বন্ধু বলেই পরিচিত। উদযাপনে, আনন্দে মাতলেন সবাই। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, লিখেছেন, 'জন্মদিনের মুহূর্তরা'। সদ্য তাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তবে এই সফরে কেবল সন্দীপ্তা ও সৌম্য জাননি, সঙ্গী হয়েছিলেন অভিনেত্রীর বন্ধুরাও।
নিজের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা সন্দীপ্তা। গতবছর নিজের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনেন তিনি। প্রেমিক সৌম্যও যুক্ত বিনোদন দুনিয়া ও প্রযোজনার সঙ্গে। আপাতত চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা। প্রেমিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিতেও কখনও পিছপা হন না তিনি। আর সদ্য ছুটি কাটিয়ে ফিরেই সোশ্যাল মিডিয়ায় ভাগকরে নিলেন ঝলমলে ছুটির অ্যালবাম।
সম্প্রতি প্রকাশ্যে আসার পরে, এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের প্রেমের কথা অকপটে জানিয়েছিলেন সন্দীপ্তা। মিউজিক ভিডিও লঞ্চের পার্টিতে আলাপ হয় সন্দীপ্তা ও সৌম্যর। সেখান থেকে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা। সন্দীপ্তা জানিয়েছিলেন, তাঁর মতো প্রেমিক সৌম্যও ঘুরতে ভীষণ ভালবাসে। আর ভোজনবিলাসীও। সেই থেকেই বন্ধুত্বের শুরুয়াত। এরপরে মনের মিল ও তারপরে প্রেম। সদ্য বিদেশভ্রমণ নিয়ে এবিপি লাইভকে সন্দীপ্তা জানিয়েছিলেন, খুব ভাল সফর গিয়েছে তাঁদের। একে অপরের সঙ্গে ও বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটিয়েছেন তাঁরা। আপাতত দেশে ফিরেছেন সন্দীপ্তা ও সৌম্য। ফের কাজে মন দেবেন অভিনেত্রী।
View this post on Instagram
আরও পড়ুন: Dawshom Awbotaar: যীশু-জয়ার লুকে চমক, প্রবীর আর বিজয়ের স্মৃতি ফেরালেন প্রসেনজিৎ-অনির্বাণ