কলকাতা: সদ্য তাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তবে কেবল সন্দীপ্তা ও সৌম্য নয়, সঙ্গী হয়েছিলেন অভিনেত্রীর বন্ধুরাও।
নিজের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা সন্দীপ্তা। গতবছর নিজের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনেন তিনি। প্রেমিক সৌম্যও যুক্ত বিনোদন দুনিয়া ও প্রযোজনার সঙ্গে। আপাতত চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা। প্রেমিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিতেও কখনও পিছপা হন না তিনি। আর সদ্য ছুটি কাটিয়ে ফিরেই সোশ্যাল মিডিয়ায় ভাগকরে নিলেন ঝলমলে ছুটির অ্যালবাম।
সম্প্রতি প্রকাশ্যে আসার পরে, এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের প্রেমের কথা অকপটে জানিয়েছিলেন সন্দীপ্তা। মিউজিক ভিডিও লঞ্চের পার্টিতে আলাপ হয় সন্দীপ্তা ও সৌম্যর। সেখান থেকে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা। সন্দীপ্তা জানিয়েছিলেন, তাঁর মতো প্রেমিক সৌম্যও ঘুরতে ভীষণ ভালবাসে। আর ভোজনবিলাসীও। সেই থেকেই বন্ধুত্বের শুরুয়াত। এরপরে মনের মিল ও তারপরে প্রেম।
সন্দীপ্তাকে প্রেমের প্রস্তাব আগে দিয়েছিলেন সৌম্যই। সন্দীপ্তা রাজি হন তাতে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলেও সৌম্য নায়ক নন। সেই কারণেই কী সন্দীপ্তার পছন্দ হয়েছিল তাঁকে? অভিনেত্রী সেই সময়ে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি শুধু মানুষটাকে বোঝার চেষ্টা করেছি। আমার কাছে মানুষটাই জরুরি। পেশা দেখে প্রেম করার ইচ্ছা ছিল না কখনও। তবে অবশ্যই একজন স্মাগলারের সঙ্গে প্রেম করতাম না..'বলেই হেসে ফেললেন সন্দীপ্তা। তারপর বললেন, 'আমার কাছে মানুষটা জরুরি কেবল।' অন্যদিকে, সদ্যই হইচই (Hoichoi) একটি ওয়েব সিরিজ 'নষ্টনীড়'-এর মুখ্যভূমিকায় দেখা গিয়েছে সন্দীপ্তাকে।
সদ্য বিদেশভ্রমণ নিয়ে এবিপি লাইভকে সন্দীপ্তা জানালেন, খুব ভাল সফর গিয়েছে তাঁদের। একে অপরের সঙ্গে ও বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটিয়েছেন তাঁরা। আপাতত দেশে ফিরেছেন সন্দীপ্তা ও সৌম্য। ফের কাজে মন দেবেন অভিনেত্রী।