মুম্বই: ১২ বছর ধরে নেশা করছি। হেন কোনও মাদক নেই যা নিইনি!

এই স্বীকারোক্তি আর কারও নয়, সদ্য জেল থেকে মুক্তি পাওয়া বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর। তিনি বলছেন, তাঁর বাবা প্রয়াত অভিনেতা সুনীল দত্ত তাঁকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন নেশা ছাড়ানোর চিকিৎসা করানোর জন্য। সেখানে তাঁকে মাদকের একটি তালিকা দেওয়া হয়েছিল। সেই তালিকার সবকটি নামের পাশেই তিনি দাগ দিয়েছিলেন। কারণ, সব মাদকই তাঁর নেওয়া হয়ে গিয়েছিল। যে চিকিৎসক তাঁকে দেখছিলেন তিনি তাঁর বাবাকে প্রশ্ন করেছিলেন, আপনারা ভারতে কী খাবার খান? কারণ, আপনার ছেলে যে পরিমাণ মাদক নেয়, তাতে ওর বেঁচে থাকার কথা নয়!

মাদকের নেশা করার কথা স্বীকার করার পাশাপাশি বেআইনি অস্ত্র রাখার দায়ে জেলে যাওয়া এবং টাডা আইনে ফেঁসে যাওয়া নিয়েও মুখ খুলেছেন সঞ্জয়। তাঁর দাবি, টাডা আইন কী, সেটাই তিনি জানতেন না। আইন না জানাটা ভুল ছিল। তিনি বারবার বলতেন, তিনি কোনও অন্যায় করেননি। এটা করা উচিত হয়নি। টাডা আইন কী না জেনেও এই আইনেই তাঁকে জেল খাটতে হয়েছে।