সঞ্জয়কে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। যেখানে করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন-অভিষেক-ঐশ্বর্যদের ভর্তি করা হয়েছিল। তবে সঞ্জয়কে নন কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতের দিকে সঞ্জয় নিজে ট্যুইট করে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। লিখেছেন, 'সকলকে আশ্বস্ত করতে চাই যে, এখন আমি ভাল আছি। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি। আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সেবা শুশ্রুষায় আশা করছি দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি যেতে পারব। আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।'