নয়াদিল্লি: সম্প্রতি বাবা হয়েছেন হার্দিক পাণ্ড্য। এবার বাগদানের কথা ঘোষণা করলেন তাঁর জাতীয় দলের সতীর্থ যুবজেন্দ্র চাহল। আজ সোশ্যাল মিডিয়ায় বাগদত্তা ধনশ্রী বর্মার সঙ্গে ছবি পোস্ট করে এই লেগ-স্পিনার লিখেছেন, ‘পরিবারের লোকজনের সঙ্গে আমরাও হ্যাঁ বলেছি।’


করোনা সংক্রমণের জেরে এ বছরের মার্চ থেকেই হরিয়ানার বাড়িতে আছেন চাহল। তিনি কয়েকটি টিকটক ভিডিও পোস্ট করেন। এবার সবাইকে চমকে দিয়ে বাগদানের কথা জানালেন। তাঁর হবু স্ত্রী পেশায় চিকিৎসক, ইউটিউবার ও কোরিওগ্রাফার।

সোশ্যাল মিডিয়ায় বাগদানের কথা ঘোষণার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন চাহল। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের ফিল্ডিং কোচ রবি শ্রীধর, আরসিবি-র সতীর্থ ওয়াশিংটন সুন্দর, জাতীয় দলের সতীর্থ ভুবনেশ্বর কুমার সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫২টি একদিনের আন্তর্জাতিক ও ৪২টি টি-২০ ম্যাচ খেলেছেন চাহল। তিনি একদিনের আন্তর্জাতিকে ৯১টি ও টি-২০ ম্যাচে ৫৫টি উইকেট নিয়েছেন। করোনার জেরে যাবতীয় প্রতিযোগিতা বন্ধ থাকায় সতীর্থদের মতোই তাঁকেও মাঠের বাইরে সময় কাটাতে হচ্ছে। আইপিএল-এ আরসিবি-র হয়ে ফের মাঠে নামবেন তিনি।