মুম্বই : বৃহস্পতিবার ছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর স্ত্রী মান্যতা দত্তর জন্মদিন। আর এই বিশেষ দিনে স্ত্রী-কে বিশেষভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি একসঙ্গে কোলাজ করে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। আর তার সঙ্গে লিখেছেন আবেগপ্রবণ কিছু কথাও।


এদিন সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় দত্ত ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, 'তুমি আমার পরিবারের মেরুদন্ড। আর আমার জীবনের আশার আলো। তুমি যে আমার জীবনে ঠিক কী, তা শব্দে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। এটা তুমিও খুব ভালো করে জানো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে এইভাবে থাকার জন্য। শুভ জন্মদিন।'


প্রসঙ্গত, ২০০৮ সালে মান্যতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। ইকরা এবং শাহরান নামে তাঁদের দুই যমজ সন্তানও রয়েছে।


সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলিউডের মুন্না ভাই। জানা গিয়েছিল, ফুসফুসের ক্যানসারের চতুর্থ স্টেজে রয়েছেন তিনি। পরবর্তীকালে অভিনেতা চিকিৎসার জন্য বিদেশেও যান। সুস্থ হয়ে ফিরেও আসেন। সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম গুজব রটেছিল অভিনেতার শারীরিক অসুস্থতা নিয়ে। সেই সময়ে নেটাগরিদের কাছে কোনও গুজব না রটানোর আবেদন রাখেন মান্যতা দত্ত। তিনি বলেছিলেন, 'সঞ্জুর প্রত্যেক ভক্তদের এবং অনুরাগীদের অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। যেভাবে আপনারা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, তাতে আমার ভাষা নেই আপনাদের ধন্যবাদ জানানোর। আপনারা পাশে থাকুন। আপনাদের প্রিয় সঞ্জয় দত্ত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন।'


সঞ্জয় দত্তের সঙ্গে বিয়ের আগে ছবিতে অভিনয়ও করেছেন মান্যতা। ২০০৮ সালে কমল আর খানের ছবি দেশদ্রোহি ছবিতে অভিনয় করেন মান্যতা। ২০০৩ সালে অভিনয় করেছেন গঙ্গাজল ছবিতে।


প্রসঙ্গত, সঞ্জয় দত্তকে শেষ বার 'সড়ক ২' ছবিতে আলিয়া ভাট এবং আদিত্য রয় কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনেতা এখন 'কেজিএফ টু', 'ভূজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া' এবং অ্যাকশন ছবি 'শামশেরা'তে দেখা যেতে চলেছে।